আগস্ট ১৯, ২০২৫, ০১:২৪ পিএম
মঙ্গলবার (১৯ আগস্ট) আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এই তথ্য জানিয়েছে, যা রয়টার্স-এর খবরেও নিশ্চিত করা হয়েছে। ভূমিকম্পটি ১৮৬ কিলোমিটার (১১৬ মাইল) গভীরতায় ছিল।
জিএফজেড জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা প্রাথমিকভাবে ৫.২ নির্ধারণ করা হলেও পরবর্তীতে যাচাই-বাছাইয়ের পর এর কমবেশি হতে পারে। তাৎক্ষণিকভাবে দেশটিতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
বর্তমানে জিএফজেডসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ভূমিকম্প-পরবর্তী অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারা কম্পনের উৎপত্তি এবং ভূগর্ভস্থ স্থানচ্যুতিসহ অন্যান্য প্রভাবগুলো পর্যালোচনা করছে। বিস্তারিত তথ্য পেলে দ্রুত সংবাদমাধ্যমকে জানানো হবে বলে তারা জানিয়েছে।
সাম্প্রতিক সময়ে বিশ্বে ঘন ঘন ভূমিকম্প আঘাত হানছে। এর আগে গত ১০ আগস্ট পশ্চিম তুরস্কে রিখটার স্কেলে ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ইস্তাম্বুলের কাছে বালিকেসির প্রদেশে অনুভূত হওয়া এই কম্পন আশপাশের একাধিক প্রদেশেও ছড়িয়ে পড়ে।
এরও আগে রাশিয়ায় একটি শক্তিশালী ভূমিকম্পের কারণে জাপান, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রে সুনামি সতর্কতা জারি হয়েছিল। তবে পূর্বপ্রস্তুতি থাকায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিশ্বজুড়ে ঘন ঘন এমন প্রাকৃতিক দুর্যোগ বিশ্বের বিভিন্ন ঝুঁকিপ্রবণ দেশ, যেমন বাংলাদেশের মতো দেশগুলোর উদ্বেগ বাড়িয়ে তুলছে।