মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

ন্যাটোতে না হলেও ইউক্রেনের কপাল খুলতে পারে: ইতালির ইঙ্গিত

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৯, ২০২৫, ০৯:৫৯ এএম

ন্যাটোতে না হলেও ইউক্রেনের কপাল খুলতে পারে: ইতালির ইঙ্গিত

ছবি- সংগৃহীত

ইউরোপের বুকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সাড়ে তিন বছর পরও ইউক্রেনের সামরিক জোট ন্যাটোতে অন্তর্ভুক্তি নিয়ে কোনো অগ্রগতি হয়নি। তবে এমন পরিস্থিতিতেও কিয়েভের জন্য ভালো খবর আসতে পারে, এমন ইঙ্গিত দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওয়াশিংটন সফরের আগে তিনি এই মন্তব্য করেন।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকেও যুদ্ধ বন্ধে কোনো ফল আসেনি। উল্টো ট্রাম্প বলেছেন, যুদ্ধ থামাতে জেলেনস্কিকেই উদ্যোগী হতে হবে। এর প্রতিক্রিয়ায় গেলবার একা ওয়াশিংটন সফর করে ট্রাম্পের সমালোচনার মুখে পড়া জেলেনস্কি এবার তার সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনসহ ইউরোপের প্রভাবশালী নেতাদের নিয়ে গেছেন। সোমবার ট্রাম্পের সঙ্গে এই বৈশ্বিক নেতাদের বৈঠকের ইতিবাচক কিছুর অপেক্ষায় রয়েছে বিশ্ব

রাশিয়া মূলত ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার আগ্রহকে কেন্দ্র করেই হামলা শুরু করে। এই ইস্যুতে ন্যাটো ইউক্রেনকে অব্যাহতভাবে সমর্থন দিলেও এখন পর্যন্ত সদস্যপদ নিয়ে কোনো অগ্রগতি হয়নি। এই পরিস্থিতিতে ইউক্রেনের জন্য ন্যাটোর মতো একটি শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টির ব্যাপারে সব পক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে। ইতালির প্রধানমন্ত্রীর ইঙ্গিত সেই আলোচনারই একটি অংশ হতে পারে বলে ধারণা করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

এই বৈঠক যদি উভয় পক্ষের জন্য একটি সম্মানজনক সমাধান নিয়ে আসতে পারে, তবে তা কেবল ইউক্রেন নয়, বরং বিশ্বের ভূ-রাজনৈতিক পরিস্থিতিতেও বড় পরিবর্তন আনতে পারে।