মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

২৭ হাজার রুপির এক কলেই টিকেছিল হরভজনের প্রেম

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৯, ২০২৫, ০২:০৪ পিএম

২৭ হাজার রুপির এক কলেই টিকেছিল হরভজনের প্রেম

ছবি- সংগৃহীত

ভারতের সাবেক তারকা ক্রিকেটার হরভজন সিং ও বলিউড অভিনেত্রী গীতা বসরার প্রেমকাহিনিতে একটি ফোন কলের গুরুত্ব ছিল অপরিমেয়। মাত্র এক কলেই ২৭ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৭ হাজার টাকার বেশি) খরচ হয়েছিল হরভজনের, কিন্তু সেই এক কলই নাকি তাদের সম্পর্ককে আরও মজবুত করেছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই গোপন তথ্য ফাঁস করেছেন 'টারবানেটর' খ্যাত এই স্পিনার।

২০০৭ সালে ইংল্যান্ড সফরে এক বন্ধুর দেওয়া পার্টিতে হরভজন ও গীতার প্রথম আলাপ। সেই আলাপ থেকেই বন্ধুত্ব, যা পরে প্রেমে রূপ নেয়। হরভজন জানিয়েছেন, একবার শ্রীলংকা থেকে লন্ডনে থাকা গীতাকে ফোন করে তিনি প্রায় ফতুর হয়ে গিয়েছিলেন। কারণ কয়েকঘণ্টা ধরে চলা সেই আলাপচারিতার বিল এসেছিল ২৭ হাজার রুপি!

হরভজন বলেন, সেই ফোন কলই দু’জনকে আরও কাছাকাছি এনেছিল। দীর্ঘ কয়েক বছরের প্রেমের পর ২০১৫ সালের ২৯ অক্টোবর পাঞ্জাবি প্রথা মেনে বিয়ে করেন হরভজন ও গীতা।

বর্তমানে গীতা বলিউড থেকে দূরে আছেন। অন্যদিকে হরভজন অবসরের পর ব্যস্ত ধারাভাষ্যকার ও রাজনৈতিক জীবন নিয়ে। এই তারকা দম্পতির দুটি সন্তান আছে। মেয়ের নাম হিনায়া হীর প্লাহা এবং ছেলে জোভান বীর সিং প্লাহা।