আগস্ট ১৯, ২০২৫, ১০:৫৩ এএম
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ দুই ম্যাচের জন্য ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে ঘোষিত এই স্কোয়াডে বেশ কিছু চমক রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় খবরটি হলো তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের বাদ পড়া। ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে এই ম্যাচ দুটির জন্য এনজো ছাড়াও আরও কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় দল থেকে বাদ পড়েছেন।
সবশেষ দল থেকে বাদ পড়া অন্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন তিনজন ডিফেন্ডার— ভ্যালেন্টিন বারকো, কেভিন লোমোনাকো এবং মারিয়ানো ত্রইলো। এছাড়াও, মিডফিল্ডার এনজো বারেনেচিয়াও ৩১ জনের দলে জায়গা পাননি।
তবে, কোচ লিওনেল স্কালোনি দলে নতুন মুখদের সুযোগ দিয়েছেন। অভিষেকের অপেক্ষায় থাকা হোসে ম্যানুয়েল লোপেজকে দলে রাখা হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন তরুণ আর্জেন্টাইন প্রতিভা রয়েছেন, যেমন— ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড ক্লদিও এচেভেরি, পোর্তোর মিডফিল্ডার অ্যালান ভারেলা এবং সদ্য রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো।
আগামী ৪ সেপ্টেম্বর বুয়েন্স এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। পাঁচ দিন পর ইকুয়েডরের বিপক্ষে খেলবে তারা। ইতোমধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে নিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে তারা ৩৫ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের শীর্ষে রয়েছে, যা দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের চেয়ে ১০ পয়েন্ট বেশি।
আর্জেন্টিনা স্কোয়াড:
-
গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ ও জেরোনিমো রুলি।
-
ডিফেন্ডার: ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, গনঞ্জালো মন্টিয়েল, লিওনার্দো বালের্দি, হুয়ান ফয়েথ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনা, হুলিও সোলের ও ফাকুন্দো মেদিনা।
-
মিডফিল্ডার: আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এসেকিয়েল প্যালাসিওস, অ্যালান ভারেলা, লেয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, নিকোলাস পাজ, রদ্রিগো দে পল, জিওভানি লো সেলসো ও ভ্যালেন্তিন কার্বোনি।
-
ফরোয়ার্ড: ক্লদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, জুলিয়ানো সিমিওনে, অ্যাঞ্জেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও হোসে ম্যানুয়েল লোপেজ।