মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

মিস ইউনিভার্স বিশ্বমঞ্চে মনিকা বিশ্বকর্মা, ভারতের প্রতিনিধিত্ব

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৯, ২০২৫, ০১:১৯ পিএম

মিস ইউনিভার্স বিশ্বমঞ্চে মনিকা বিশ্বকর্মা, ভারতের প্রতিনিধিত্ব

ছবি- সংগৃহীত

ভারতের বিনোদন জগতে নতুন এক অধ্যায় যোগ করতে চলেছেন রাজস্থানের গর্ব মনিকা বিশ্বকর্মা। তিনি মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৫-এর গ্র্যান্ড ফাইনাল জিতে এখন থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্স ২০২৫-এর বিশ্বমঞ্চে পা রাখতে চলেছেন। সোমবার (১৮ আগস্ট) রাতে জয়পুরে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তিনি এই বিজয় অর্জন করেন।

জয়পুরের সিতাপুরায় আলো ঝলমলে এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৪৮ জন প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্যে থেকে বিচারকদের মুগ্ধ করে শিরোপা জিতে নেন মনিকা। তার সুনিপুণ উপস্থিতি, সৌন্দর্য ও আত্মবিশ্বাসের ছটা ছিল চোখে পড়ার মতো। প্রথম রানারআপ হিসেবে ঘোষণা করা হয় তানয়া শর্মার নাম।

ফাইনাল পর্বের বিচারক হিসেবে ছিলেন মিস ইউনিভার্স ইন্ডিয়ার কর্ণধার নিখিল আনন্দ, অভিনেত্রী উর্বশী রাউতেলা এবং চলচ্চিত্র নির্মাতা ফারহাদ সামজি। নিখিল আনন্দ জানান, জয়পুর শহরের সমৃদ্ধ শিল্প ও সংস্কৃতিকে বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য এই স্থানটিকে বেছে নেওয়া হয়েছে।

এই সন্ধ্যাটি কেবল প্রতিযোগিতার ছিল না, ছিল উৎসব ও বিনোদনেরও। প্রতিযোগী ও শিল্পীরা জনপ্রিয় সব গানে পারফর্ম করেন। দেশের বিভিন্ন রাজ্যের প্রতিযোগীরা নিজেদের স্বকীয়তা তুলে ধরলেও, শেষ পর্যন্ত মনিকার বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বই বিচারকদের মন জয় করে নেয়।

তার এই সাফল্যের মধ্য দিয়ে মনিকা বিশ্বকর্মা এখন বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য প্রস্তুত। পুরো দেশ এখন তার অংশগ্রহণ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।