আগস্ট ১৯, ২০২৫, ০৯:৩৬ এএম
ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনির একমাত্র মেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছে। শুধু তাই নয়, তার ছেলে পদ্ম এবং নিজেও উচ্চমাত্রার জ্বরে ভুগছেন। সোমবার (১৮ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে পরীমনি এই দুঃসংবাদটি জানান।
পোস্টে পরীমনি জানান, তার মেয়ের অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। একইসঙ্গে তার ছেলে পদ্মের জ্বর ১০২ ডিগ্রি এবং তার নিজের জ্বর ১০৩.৫ ডিগ্রি, সঙ্গে রয়েছে কাশি ও শ্বাসকষ্ট।
এর আগে সোমবার সকালে এক পোস্টে অভিনেত্রী লিখেছিলেন, “বাসার সবার জ্বর।” এরপর বিকেলে শারীরিকভাবে অসুস্থ বোধ করলে তিনি নিজেই হাসপাতালে যান এবং তার ছেলেকেও সঙ্গে নেন। চিকিৎসক তাদের শারীরিক অবস্থা দেখে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।
পরীমনির ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, অভিনেত্রীর শ্বাসকষ্ট কিছুটা কমলেও জ্বর এখনও উচ্চমাত্রায় রয়েছে এবং শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে। চিকিৎসকরা তাকে আরও কিছুদিন হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিয়েছেন।
গত ১০ আগস্ট পরীমনির ছেলের তৃতীয় জন্মদিন ছিল। সেদিন তিনি ঘনিষ্ঠজনদের নিয়ে একটি পারিবারিক পুনর্মিলনীর আয়োজন করেন। ধারণা করা হচ্ছে, সেই অনুষ্ঠানে আগত কোনো ভাইরাস আক্রান্ত অতিথির মাধ্যমে তাদের মধ্যে এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
পরীমনির ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করে বিভিন্ন পোস্ট দিচ্ছেন। এই কঠিন সময়ে তিনি যেন সাহস না হারান, সেই বিষয়েও অনেকে তাকে প্রেরণা দিচ্ছেন।