মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

নামাজরত ব্যক্তির সামনে দিয়ে গেলে কি ৪০ দিনের ইবাদত নষ্ট হয়?

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৯, ২০২৫, ০৬:০৩ পিএম

নামাজরত ব্যক্তির সামনে দিয়ে গেলে কি ৪০ দিনের ইবাদত নষ্ট হয়?

ছবি- সংগৃহীত

আল্লাহ তায়ালা মানুষকে তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর ইবাদতের শ্রেষ্ঠতম রূপ হলো নামাজ। নামাজ একজন মুমিনের আত্মিক প্রশান্তির উৎস। পবিত্র কোরআন ও হাদিসে নামাজের গুরুত্ব ও মর্যাদার কথা বারবার উল্লেখ করা হয়েছে। আর এই নামাজের মর্যাদা যেমন বেশি, তেমনই নামাজি ব্যক্তির মর্যাদাও বেশি। তাই মহানবী হজরত মুহাম্মদ (সা.) নামাজরত ব্যক্তির সামনে দিয়ে হেঁটে যাওয়া কঠোরভাবে নিষেধ করেছেন।

হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন, “নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রমকারী যদি জানত এতে কী ধরনের শাস্তি ভোগের আশঙ্কা রয়েছে, তবে চল্লিশ পর্যন্ত ঠায় দাঁড়িয়ে থাকাও তার কাছে ভালো মনে হতো।” (বোখারি: ৫১০)। এই হাদিসের কঠোরতা দেখে অনেকেই বিশ্বাস করেন যে, নামাজরত ব্যক্তির সামনে দিয়ে গেলে ৪০ দিনের ইবাদত নষ্ট হয়ে যায়। কিন্তু এই ধারণার কোনো ভিত্তি আছে কি?

এ বিষয়ে সিলেটের ঐতিহ্যবাহী মাদরাসা জামিয়া কৌড়িয়ার প্রধান মুফতি ও মুহাদ্দিস মাওলানা হেলাল আসহাব কাসেমি বলেন, “নিঃসন্দেহে নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া অত্যন্ত গোনাহের কাজ। হাদিসে কঠোরভাবে এটি নিষেধ করা হয়েছে। তবে, 'নামাজরত ব্যক্তির সামনে দিয়ে আসা-যাওয়া করলে চল্লিশ দিনের ইবাদত নষ্ট হয়ে যায়'—এমন বক্তব্য ইসলামি শরীয়তে প্রমাণিত নয়। বরং এটি একটি মিথ্যা ও বানোয়াট কথা।”

মাওলানা হেলাল আসহাব কাসেমি জানান, কিছু বিশেষ পরিস্থিতিতে নামাজির সামনে দিয়ে যাওয়া যায়। তিনি বলেন,

  • যদি নামাজরত ব্যক্তির সামনে শরয়ী 'সুতরা' (সামনে স্থাপন করা কোনো বস্তু) থাকে, তাহলে তার সামনে দিয়ে অতিক্রম করা যাবে। তবে বিনা প্রয়োজনে এমন করা ঠিক নয়।

  • কেউ যদি নামাজরত ব্যক্তির বরাবর সামনে থাকে, তাহলে সেখান থেকে ডানে কিংবা বামে চলে যাওয়ার অবকাশ আছে। এতে কোনো গোনাহ হবে না, কারণ এটি সামনে দিয়ে অতিক্রম করার অন্তর্ভুক্ত নয়।

  • যদি কোনো বড় মসজিদের ভেতর নামাজরত ব্যক্তি সেজদার দিকে তাকিয়ে থাকেন, তাহলে তার দৃষ্টি সাধারণত যে স্থান পর্যন্ত পৌঁছায় (প্রায় দুই কাতার পর্যন্ত), তার বাইরে দিয়ে যাওয়া যাবে।

মাওলানা আসহাব কাসেমি আরও বলেন, শরিয়তে এমন বিধানও এসেছে যে, কোনো ব্যক্তি যদি ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে নামাজির সামনে দিয়ে যেতে চায়, তাহলে নামাজরত ব্যক্তি তার ডান হাত বাড়িয়ে তাকে বাধা দিতে পারবেন।

সুতরাং, নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া গোনাহ হলেও ৪০ দিনের ইবাদত নষ্ট হওয়ার ধারণাটি সম্পূর্ণ ভিত্তিহীন।