আগস্ট ১৯, ২০২৫, ০৭:৪৭ পিএম
টালিউড সুপারস্টার দেবের ক্যারিয়ারে এখন সাফল্যের জোয়ার বইছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার ছবি 'ধূমকেতু' বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের ভাইরাল হয়েছে দেবের একটি পুরোনো ভিডিও, যেখানে বলিউডের 'বেবিডল' খ্যাত তারকা সানি লিওন-এর সঙ্গে রোম্যান্টিক নাচে মেতে উঠতে দেখা গেছে অভিনেতাকে।
ভিডিওটিতে দেখা যায়, সাদা কোট-প্যান্টে দেব আর ছাই রঙের শিফন শাড়িতে সানি, একসঙ্গে নেচে উঠেছেন দেবেরই জনপ্রিয় গান 'কী করে তোকে বলব, তুই কে আমার' -এ। মঞ্চের সামনের সারিতে তখন উপস্থিত ছিলেন অভিনেত্রী মনামী ঠাকুর ও মহাগুরু মিঠুন চক্রবর্তী। দু'জনকেই সেই মুহূর্তটি বেশ উপভোগ করতে দেখা যায়।
তবে ভিডিওটি সাম্প্রতিক নয়। এটি চার বছর আগে জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো 'ডান্স ডান্স জুনিয়র' সিজন ২-এর ফাইনালের একটি পারফরম্যান্স। সে সময় দেব শোয়ের বিচারক ছিলেন এবং ফাইনালের বিশেষ পর্বে সানি লিওনের সঙ্গে এই পারফরম্যান্সটি করেছিলেন।
পুরোনো ক্লিপ হলেও এই জুটির তাপমাত্রা যেন এতটুকু কমেনি। নতুন প্রজন্মের দর্শকরাও ভিডিওটি দেখে মুগ্ধতা প্রকাশ করছেন। 'ধূমকেতু' ছবির দাপটের মাঝেই দেবের পরবর্তী ছবি 'রঘু ডাকাত'-এর টিজারও মুক্তি পেয়েছে। তার নতুন লুক ও চরিত্রের প্রথম ঝলকেই ভক্তদের আগ্রহ বেড়েছে বহুগুণ।
দর্শক ও সমালোচক—উভয় মহলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দেব। একদিকে সিনেমা হলে দেব-শুভশ্রীর রসায়ন, অন্যদিকে অনলাইনে দেব-সানির নাচ—দুদিকেই সমানভাবে জনপ্রিয়তা ধরে রেখেছেন এই নায়ক।