মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

হারিকেন অ্যারিনের আকার বড় হবে, সরতে বলা হয়েছে অনেককে

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৯, ২০২৫, ০৮:১১ পিএম

হারিকেন অ্যারিনের আকার বড় হবে, সরতে বলা হয়েছে অনেককে

ছবি- সংগৃহীত

প্রশান্ত মহাসাগরে অবস্থানরত শক্তিশালী হারিকেন অ্যারিনের আকার আরও বড় হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। হারিকেনটির প্রভাবে জলোচ্ছ্বাস সৃষ্টির আশঙ্কা থেকে একটি দ্বীপে বসবাসকারী অনেককে বাধ্যতামূলকভাবে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টারের আবহাওয়াবিদ রুবি বার্গ এক সতর্কবার্তায় বলেছেন, “পূর্ব আটলান্টিক দিয়ে অগ্রসরমান অবস্থায় অ্যারিন আকারে বড় হবে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের সৈকতগুলোতে বিপজ্জনক উল্টো স্রোত বইতে পারে।” সিবিএস নিউজ জানিয়েছে, হারিকেনটি সরাসরি যুক্তরাষ্ট্রের কোনো ভূখণ্ডে আঘাত হানবে না। তবে উত্তর ক্যারোলিনার বাইরের অংশের সমুদ্র তীরবর্তী অঞ্চলের মানুষকে জলোচ্ছ্বাসের বিষয়ে সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে হারিকেনটি ক্যাটাগরি-২ এ নেমে আসে। এরআগে গত শনিবার এটি সর্বোচ্চ শক্তিশালী ক্যাটাগরি-৫ এ রূপ নিয়েছিল। আবহাওয়াবিদরা জানিয়েছেন, যদিও এটি কিছুটা দুর্বল হয়েছে, তবে এর গতিপথ যেকোনো সময় পরিবর্তন হতে পারে। হারিকেনটির প্রভাবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময়টায় সমুদ্র থেকে দূরে থাকতে সাধারণ মানুষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আটলান্টিক মহাসাগরে চোখ রাঙানো এই হারিকেনটির 'চোখ' বা মূল কেন্দ্র দেখতে গত শনিবার বিমান নিয়ে গিয়েছিলেন একদল 'হারিকেন হান্টার'। তারা সেখানকার ভিডিও করে এনেছেন। ভিডিওতে দেখা যায়, হারিকেনটির বাইরের অংশে রোদ দেখা যাচ্ছে। কিন্তু বিমানটি ভেতরে প্রবেশ করতেই বৃষ্টির পানি বিমানটিতে আছড়ে পড়তে থাকে এবং বাইরের অংশটি সম্পূর্ণ ঘোলা হয়ে যায়। এ সময় বিমানটি অস্বাভাবিকভাবে কাঁপতেও থাকে।

এই হান্টাররা যখন হারিকেনটির ভেতরে প্রবেশ করেন তখন এটির গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২৫০ কিলোমিটার।