মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

রংপুরে বড় ভাইয়ের কাঁধে চড়ে নদী পার হতে গিয়ে শিশু নিখোঁজ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৯, ২০২৫, ০৭:১৬ পিএম

রংপুরে বড় ভাইয়ের কাঁধে চড়ে নদী পার হতে গিয়ে শিশু নিখোঁজ

ছবি- সংগৃহীত

রংপুরের পীরগাছায় ঘাঘট নদীতে ডুবে নাজিম (৭) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কৈকুড়ি ইউনিয়নের মোংলাকুটি উজানপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজ নাজিম ওই গ্রামের আশা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, নাজিম তার বড় ভাই স্বাধীন (১৪)-এর সঙ্গে ঘাঘট নদীর পাড়ে একটি কলাবাগানে কলা খেতে গিয়েছিল। কলা খাওয়া শেষে তারা নদী পার হওয়ার চেষ্টা করে। নদীর মাঝখানে পানি বেশি থাকায় স্বাধীন তার ছোটভাই নাজিমকে কাঁধে করে পার করার চেষ্টা করছিল। কিন্তু মাঝপথে সে ভারসাম্য হারিয়ে ফেললে নাজিম পানিতে ডুবে যায়।

স্বাধীন কোনোমতে নদীর তীরে পৌঁছে চিৎকার করে ঘটনাটি সবাইকে জানায়। খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেয়। পীরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

পীরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মিজানুর রহমান জানান, রংপুর থেকে ডুবুরি দল আসায় তাদের উদ্ধার অভিযান শুরু করতে কিছুটা দেরি হয়েছে। তবে তারা শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘটনার প্রায় দুই ঘণ্টা পেরিয়ে গেলেও নিখোঁজ শিশু নাজিমের কোনো খোঁজ মেলেনি।