মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

সিলেটে অবৈধ পাথর মজুত, উৎমাছড়ায় ২ লাখ কালোপাথর জব্দ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৯, ২০২৫, ০৮:১৭ পিএম

সিলেটে অবৈধ পাথর মজুত, উৎমাছড়ায় ২ লাখ কালোপাথর জব্দ

ছবি- সংগৃহীত

এবার সাদাপাথরের পর সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট কালোপাথর জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার উৎমাছড়া ঘেঁষে অবস্থিত চরার বাজার আদর্শগ্রামে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়।

৪৮ বিজিবি সিলেটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হকের নেতৃত্বে এই বিশেষ অভিযান চালানো হয়। জানা গেছে, বিজিবির উৎমা বিওপির সংলগ্ন উৎমাছড়া নদী থেকে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর মজুত করে আসছিলেন। বিজিবির কঠোর নজরদারির কারণে এসব পাথর পাচার করতে ব্যর্থ হয় পাচারকারীরা।

লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইব্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনীর এই অভিযানের মাধ্যমে উদ্ধার করা পাথরের সঠিক পরিমাপ ও আইনি ব্যবস্থার কার্যক্রম চলমান রয়েছে। জব্দকৃত এসব পাথর পুনরায় উৎমাছড়ায় স্থাপন করা হবে।

কালোপাথর জব্দ করার একদিন আগে, সোমবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার পাড়ুয়া-ভাংতি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার ঘনফুট সাদাপাথরও উদ্ধার করেছে পুলিশ। কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হলেও জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

এই ঘটনাগুলো থেকে ধারণা করা হচ্ছে, এলাকার নদী ও ছড়া থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও মজুতের ঘটনা ব্যাপকভাবে ঘটছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো সত্ত্বেও অসাধু চক্রগুলো তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে।