আগস্ট ১৯, ২০২৫, ১০:৫৬ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দীর্ঘ বিরতির পর আবারও নারী নেতৃত্ব ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। ডাকসু নির্বাচনের ইতিহাসে মাত্র দুজন নারী ভিপি নির্বাচিত হয়েছিলেন—বেগম জাহানারা আক্তার এবং মাহফুজা খানম। এর পর থেকে এই পদে আর কোনো নারী নির্বাচিত হননি। তবে জুলাই গণঅভ্যুত্থানের পর ছয় বছরের দীর্ঘ বিরতি ভেঙে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের নির্বাচনে শীর্ষ তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন সাহসী নারী শিক্ষার্থী।
এই নির্বাচনে ভিপি পদে দুজন নারী শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের একজন হলেন জুলাই অভ্যুত্থানের পরিচিত মুখ উমামা ফাতিমা। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর তিনি স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচনে লড়ছেন। তার প্যানেলে জিএস পদে লড়বেন আল সাদী ভূইয়া এবং এজিএস পদে লড়বেন মহিউদ্দিন মুজাহিদ মাহি।
ভিপি পদে আরেক নারী প্রার্থী হলেন তাসনিম আফরোজ ইমি। বামপন্থী সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত 'প্রতিরোধ পর্ষদ' প্যানেল থেকে তিনি নির্বাচন করবেন। সর্বশেষ ডাকসু নির্বাচনে তিনি শামসুন্নাহার হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন।
এবারের ডাকসু নির্বাচনে জিএস (সাধারণ সম্পাদক) পদে একমাত্র নারী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবিনা ইয়াসমিন। তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে লড়বেন।
এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদেও এবার দুজন নারী প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে স্বতন্ত্র প্যানেল থেকে লড়বেন ফাতেহা শারমিন এ্যানি। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়। একই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেলের প্রার্থী আশরেফা খাতুন, যিনি নিরাপদ সড়ক আন্দোলন ও জুলাই অভ্যুত্থানে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন।
পাঁচজন সাহসী নারী প্রার্থীর এই অংশগ্রহণ ডাকসুতে নারী নেতৃত্বের গৌরব ফিরিয়ে আনার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন