বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

বেনজেমার আল ইত্তিহাদকে হারিয়ে ফাইনালে রোনালদোর আল নাসর

স্পোর্টস ডেস্ক

আগস্ট ১৯, ২০২৫, ১১:৩২ পিএম

বেনজেমার আল ইত্তিহাদকে হারিয়ে ফাইনালে রোনালদোর আল নাসর

সংগৃহীত

রুদ্ধশ্বাস এক সেমিফাইনাল। মাঠে ছিলেন করিম বেনজেমা, মাঠে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু শেষ হাসি হাসলেন পর্তুগিজ তারকা। নাটকীয় লড়াইয়ে করিম বেনজেমার আল ইত্তিহাদকে ২-১ গোলে হারিয়ে সৌদি সুপার কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসর।

হংকং স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। ম্যাচের ১০ মিনিটেই আল নাসরকে এগিয়ে দেন সেনেগালের তারকা সাদিও মানে। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ৬ মিনিট পর ১৬ মিনিটেই ডাচ ফরোয়ার্ড স্টিভেন বার্গউইনের গোলে সমতা ফেরায় আল ইত্তিহাদ।

ম্যাচের ২৫ মিনিটে বড় ধাক্কা খায় আল নাসর। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মানে-কে। ১০ জনের দলে পরিণত হওয়ার পরও আল নাসর দুর্দান্ত লড়াই চালিয়ে যায়। দ্বিতীয় অর্ধে ১০ জন নিয়ে খেলেও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রোনালদোর দল। ম্যাচের ৬১ মিনিটে মাঝমাঠ থেকে পাওয়া বল নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যান রোনালদো, এরপর তিনি নিঃস্বার্থভাবে বলটি বাড়িয়ে দেন সতীর্থ জোয়াও ফেলিক্সের উদ্দেশ্যে। কোনো ভুল না করে ফেলিক্স বলটি জালে জড়ান এবং ২-১ গোলে এগিয়ে যায় আল নাসর।

গোল করার পর আল ইত্তিহাদ ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে। আক্রমণ ও পাল্টা আক্রমণের রোমাঞ্চকর খেলায় আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন রোনালদোরা। এই জয়ের ফলে টানা দ্বিতীয়বারের মতো সৌদি সুপার কাপের ফাইনালে উঠল আল নাসর।

ফাইনালে আল নাসরের প্রতিপক্ষ হবে আল আহলি এবং আল কাদেসিয়ার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের বিজয়ী দল।