বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

শিশু হৃদরোগীর জন্য সুখবর, বিনা অস্ত্রোপচারে প্রতিস্থাপন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৯, ২০২৫, ১১:৩২ পিএম

শিশু হৃদরোগীর জন্য সুখবর, বিনা অস্ত্রোপচারে প্রতিস্থাপন

ছবি- সংগৃহীত

দেশের চিকিৎসা ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করে প্রথমবারের মতো এক শিশু হৃদরোগীর হৃদযন্ত্রে সফলভাবে ভেনাস পি-ভাল্ভ (ভেইন ভালভ) প্রতিস্থাপন করা হয়েছে। এই অত্যাধুনিক পদ্ধতিটি কোনো ধরনের অস্ত্রোপচার ছাড়াই সম্পন্ন হয়েছে। কিডস হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় শুরু হওয়া বাংলাদেশের প্রথম জাতীয় ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজি কংগ্রেসের অংশ হিসেবে এই বিশেষ চিকিৎসা দেওয়া হয়।

মঙ্গলবার কংগ্রেসের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে বিশ্বখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাকিল আহমেদ কুরেশি (লন্ডন, যুক্তরাজ্য), ব্রিগেডিয়ার জেনারেল (অবসর) অধ্যাপক ডা. নূরুন্নাহার ফাতেমা ও তাদের দল এই ঐতিহাসিক কাজটি সম্পন্ন করেন। এই অত্যাধুনিক প্রযুক্তিটি সরাসরি ক্যাথ ল্যাব থেকে কংগ্রেস হলে সম্প্রচারিত হয়, যা উপস্থিত চিকিৎসকদের জন্য ছিল এক শিক্ষণীয় অভিজ্ঞতা।

কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে হৃদরোগ বিশেষজ্ঞরা বলেন, শিশুদের জন্মগত হৃদরোগের চিকিৎসা সুবিধাকে অগ্রাধিকার দেওয়া এখন সময়ের দাবি। তারা প্রতিটি জেলা পর্যায়ের হাসপাতালে পেডিয়াট্রিক কার্ডিয়াক প্রোগ্রাম চালু করার আহ্বান জানান। বর্তমানে কেবল ঢাকার কয়েকটি হাসপাতালে এই বিশেষায়িত চিকিৎসা সুবিধা রয়েছে, যা দেশের অন্যান্য অঞ্চলের রোগীদের জন্য একটি বড় বাধা।

কংগ্রেসে শিশু হৃদরোগ চিকিৎসায় অসামান্য অবদানের জন্য অধ্যাপক ডা. শাকিল আহমেদ কুরেশিকে আজীবন সম্মাননা পুরস্কার (লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড) প্রদান করা হয়। এছাড়াও, দেশি-বিদেশি খ্যাতনামা বিশেষজ্ঞরা চিকিৎসা ক্ষেত্রে সর্বশেষ অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন এবং সরাসরি ক্যাথ ল্যাব থেকে সম্প্রচারিত লাইভ ওয়ার্কশপের মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হয়। চিকিৎসকদের ব্যবহারিক দক্ষতা বাড়ানোর জন্য তিনটি বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রও পরিচালনা করা হয়, যেখানে ১১০ জন প্রশিক্ষণার্থী হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. নূরুন্নাহার ফাতেমা এই কংগ্রেসকে বাংলাদেশের শিশু হৃদরোগ চিকিৎসার উন্নয়ন যাত্রায় একটি মাইলফলক হিসেবে অভিহিত করেন।