মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

অবশেষে জানা গেল কবে বিয়ে করছেন ক্রিস্টিয়ানো রোনালদো

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৯, ২০২৫, ১২:০৭ পিএম

অবশেষে জানা গেল কবে বিয়ে করছেন ক্রিস্টিয়ানো রোনালদো

ছবি- সংগৃহীত

টানা ৯ বছর ধরে প্রেমের সম্পর্কে থাকার পর অবশেষে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ফুটবল খেলার সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। জর্জিনা সেই প্রস্তাবে 'হ্যাঁ' বলেছেন এবং ইনস্টাগ্রামে ঝলমলে আংটি পরা ছবিও শেয়ার করেছেন। এরপর থেকেই ভক্তদের মনে একটাই প্রশ্ন, কবে বিয়ে করছেন এই তারকা জুটি?

বিয়ের তারিখ নিয়ে রোনালদো-জর্জিনা আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও স্প্যানিশ টিভি শো 'দি কোরাজোনে'-এর সাংবাদিক আলবার্তো গুজমান কিছু ভেতরের খবর দিয়েছেন। তিনি শুধু বিয়ের তারিখ নয়, রোনালদোর দেওয়া উপহার এবং সম্ভাব্য ভেন্যু সম্পর্কেও ইঙ্গিত দিয়েছেন।

গুজমান জানিয়েছেন, জর্জিনাকে শুধু আংটিই দেননি রোনালদো। তিনি উপহার হিসেবে একটি পোরশে গাড়ি, ৫০ হাজার ইউরোর বেশি মূল্যের দুটি দামি ঘড়ি এবং ৩০ হাজার ইউরোর বেশি দামের পোশাক দিয়েছেন।

বিয়ের পরিকল্পনা নিয়ে রোনালদো খুব সতর্ক। কোনো কিছুই আগাম প্রকাশ করতে চান না তিনি। গুজমানের দেওয়া তথ্য অনুযায়ী, বিয়ের সম্ভাব্য তারিখ ২০২৬ সালের ১৯ জুলাইয়ের পর। এর কারণ ব্যাখ্যা করে গুজমান বলেন, “তখন বিশ্বকাপ শেষ হবে। ক্রিস্টিয়ানো রোনালদো সেই বিশ্বকাপে খেলতে চান। বয়স তখন হবে ৪১। তিনি বিশ্ব ফুটবলকে গ্র্যান্ড স্টাইলে বিদায় জানাতে চান।”

সাংবাদিকের ধারণা, বিয়ের অনুষ্ঠানটি রোনালদোর নিজের দেশ পর্তুগালেই হতে পারে। ফুটবল জগতের অন্যতম জনপ্রিয় এই তারকার বিয়ের খবর জানতে উৎসুক ভক্তরা এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়।