মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

ত্রিপক্ষীয় বৈঠকে আঞ্চলিক বিষয়, জানালেন জেলেনস্কি

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৯, ২০২৫, ১০:০৪ এএম

ত্রিপক্ষীয় বৈঠকে আঞ্চলিক বিষয়, জানালেন জেলেনস্কি

ছবি- সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় নেতাদের নিয়ে একটি আসন্ন ত্রিপক্ষীয় বৈঠকে ‘আঞ্চলিক বিষয়গুলো’ নিয়ে আলোচনা হবে। তিনি আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প এই বৈঠকের আয়োজনের জন্য কাজ করছেন।

সোমবার (১৮ আগস্ট) ট্রাম্প এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি সাংবাদিকদের বলেন, এই বৈঠকে ‘অত্যন্ত সংবেদনশীল বিষয়গুলো’ উপস্থাপন করা হয়েছে, যার মধ্যে নিরাপত্তার নিশ্চয়তা এবং মানবিক উদ্বেগও রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, “খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সমস্ত সংবেদনশীল বিষয় - আঞ্চলিক ইত্যাদি - আমরা ত্রিপক্ষীয় বৈঠকে আলোচনা করব।”

ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও জানান, “প্রেসিডেন্ট ট্রাম্প এই ধরণের একটি বৈঠক আয়োজন করার চেষ্টা করবেন, এবং তিনি জানিয়েছেন, তিনি থাকুন কিংবা না থাকুন, তবে জেলেনস্কি অংশগ্রহণ করলে ইউক্রেন খুশি হবে।”

জেলেনস্কি সম্ভাব্য সুরক্ষা গ্যারান্টির পাশাপাশি মানবিক বিষয়গুলোতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, যুক্তরাষ্ট্র এত শক্তিশালী সংকেত দেয় এবং সুরক্ষা গ্যারান্টির জন্য প্রস্তুত।”

উল্লেখ্য, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধের লক্ষ্যে সম্প্রতি ট্রাম্প, জেলেনস্কি এবং ইউরোপীয় নেতারা এক বৈঠকে মিলিত হন। এ সময় ইউরোপীয় নেতারা যুদ্ধ বন্ধ ও ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তাসহ বিভিন্ন বিষয়ে সরাসরি ট্রাম্পের সঙ্গে কথা বলেন। এই বৈঠককে অনেকেই চলমান সংঘাত সমাধানের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।