বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

বিসিবি সভাপতির বৈঠকে নিজেদের লক্ষ্য জানালেন লিটন, মিরাজ ও কোচ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২০, ২০২৫, ১০:৪২ এএম

বিসিবি সভাপতির বৈঠকে নিজেদের লক্ষ্য জানালেন লিটন, মিরাজ ও কোচ

সংগৃহীত

এশিয়া কাপকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতির মাঝে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং প্রধান কোচ ফিল সিমন্স বিসিবি সভাপতির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছেন। মঙ্গলবার সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দীর্ঘমেয়াদি লক্ষ্যের বিষয়ে আলোচনা হয়েছে।

প্রায় তিন ঘণ্টার এই সভায় ক্রিকেটাররা নিজেদের লক্ষ্য ও প্রত্যাশার কথা তুলে ধরেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সদ্য অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে এই বৈঠকে যোগ দেন।

বৈঠকে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস বলেন, “আমরা যদি প্রতিশ্রুতিবদ্ধ ও মনোযোগী হই, আমি বিশ্বাস করি আমাদের ত্যাগ আগামী দিনে ফল হিসেবে অনূদিত হবে।”

অন্যদিকে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্থানীয় কোচদের নিয়ে বলেন, “যদি আমরা এই শক্তিগুলোকে এক করতে পারি, তাহলে এমন একটা পরিবেশ তৈরি করতে পারব, যেখানে খেলোয়াড়রা তাদের গড়ে তুলতে পারবে আর সেরা পারফর্ম করবে।”

জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স জানান, “জাতীয় দল বাংলাদেশের পতাকাবাহক। এখানে যে পরিমাণ সহজাত প্রতিভা আছে, সম্ভাবনা অনেক। খুব কম দলই বাংলাদেশের মতো পরিশ্রম করে। কিন্তু প্রতিভা ও চেষ্টার সঙ্গে একতা এবং দিকনির্দেশনাও দরকার। আমাদের লক্ষ্যগুলোকে এক করতে হবে। একে অন্যকে সমর্থন দিয়ে একসঙ্গে বেড়ে উঠতে হবে, এভাবেই দীর্ঘ মেয়াদে সাফল্য অর্জিত হয়।”