বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

ভুটানে অর্পিতাদের মিশন, প্রথম ম্যাচ স্বাগতিকদের বিপক্ষে

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২০, ২০২৫, ১০:৩৫ এএম

ভুটানে অর্পিতাদের মিশন, প্রথম ম্যাচ স্বাগতিকদের বিপক্ষে

ছবি- সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভুটানে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। জাতীয় ও বয়সভিত্তিক পর্যায়ে ধারাবাহিক সাফল্য নিয়ে ফেরা এই দলটি এবারও শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামছে। আজ বুধবার তাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক ভুটান। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে কথা বলেন অধিনায়ক অর্পিতা বিশ্বাস এবং কোচ মাহবুবুর রহমান। অধিনায়ক অর্পিতা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করেছি। চেষ্টা করব প্রতিটি ম্যাচে ভালো খেলে জিততে এবং একই সঙ্গে নতুন কিছু শিখতে।”

কোচ মাহবুবুর রহমানও তার শিষ্যদের ওপর আস্থা রেখেছেন। তিনি বলেন, “আসলে এটা উন্নতির একটি জায়গা। শেখার একটি মঞ্চ। এখান থেকে মেয়েরা অনেক কিছু শিখবে।” তিনি আরও যোগ করেন, “আমরা দেড় মাস ধরে অনুশীলন করেছি এবং প্রস্তুতি বেশ ভালো হয়েছে। আশা করি তারা নিরাশ করবে না।”

এই আসরে বাংলাদেশসহ মোট চারটি দল অংশ নিচ্ছে। অন্য দুটি দল হলো ভারত ও নেপাল। যেহেতু পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা টুর্নামেন্টে অংশ নিচ্ছে না, তাই টুর্নামেন্টটি ডাবল লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। লিগের শীর্ষে থাকা দুই দল ফাইনালে মুখোমুখি হবে।