আগস্ট ২০, ২০২৫, ০৯:৩৫ এএম
লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহকে ঘিরে গত মৌসুমে একসময় বিদায়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে নাটকীয়ভাবে নতুন চুক্তিতে স্বাক্ষর করার পর তিনি দুর্দান্ত পারফর্ম করে লিভারপুলকে প্রিমিয়ার লিগের শিরোপা এনে দেন। এবার সেই সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি রেকর্ড তৃতীয়বারের মতো জিতলেন ইংল্যান্ডের ‘প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন (পিএফএ)’-এর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।
ম্যানচেস্টারে মঙ্গলবার এই পুরস্কার তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে সালাহ দুবার করে এই পুরস্কার জেতা ক্রিশ্চিয়ানো রোনালদো, থিয়েরি অঁরি এবং গ্যারেথ বেলসহ ছয়জনকে ছাড়িয়ে এক অনন্য রেকর্ড গড়লেন। এর আগে তিনি ২০১৮ এবং ২০২২ সালে এই পুরস্কারের জন্য সর্বোচ্চ ভোট পেয়েছিলেন। এবারের মৌসুমে তার নামের পাশে ছিল ২৯ গোল এবং ১৮ গোলে অবদান।
পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় ৩৩ বছর বয়সী সালাহ বলেন, “আমি নিজের দিকে তাকালাম এখন, মিশর থেকে এসে এক ব্যক্তি সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলে আজ ইতিহাস গড়ল। এটি এমন কিছু, যা আমাকে গর্বিত করেছে।”
পিএফএ’র বর্ষসেরা একাদশেও লিভারপুলের আধিপত্য দেখা গেছে। অলরেডদের পক্ষ থেকে সালাহ ছাড়াও দলে জায়গা পেয়েছেন অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, ভার্জিল ভ্যান ডাইক ও রায়ান গ্রাভেনবার্চ। মজার বিষয় হলো, ২০১৭ সালের পর এই প্রথম ম্যানচেস্টার সিটির কোনো খেলোয়াড় পিএফএ’র বর্ষসেরা একাদশে জায়গা পায়নি।
নারী ফুটবলে পিএফএ’র বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আর্সেনালের স্প্যানিশ মিডফিল্ডার মারিওনা কালদেন্তি। গানারদের হয়ে প্রথম মৌসুমে তিনি ১৯ গোল করেছেন। এদিকে পুরুষ ফুটবলে অ্যাস্টন ভিলার মিডফিল্ডার মর্গান রজার্স এবং আর্সেনালের স্ট্রাইকার অলিভিয়া স্মিথ বর্ষসেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার পেয়েছেন।