আগস্ট ২০, ২০২৫, ১০:১৭ এএম
নতুন কোচ জাভি আলনসোর অধীনে রিয়াল মাদ্রিদের লা লিগা মৌসুমের শুরুটা হলো জয় দিয়ে। তবে জয় পেতে বেশ বেগ পেতে হয়েছে। ওসাসুনার বিপক্ষে পেনাল্টি থেকে একমাত্র গোলে দলের ত্রাতা হিসেবে আবির্ভূত হন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। মঙ্গলবার (১৯ আগস্ট, ২০২৫) রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে ওসাসুনার বিপক্ষে ১-০ গোলে জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ।
গত মৌসুমে কার্লো আনচেলত্তির অধীনে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ হারানো রিয়াল মাদ্রিদের জন্য নতুন কোচের অধীনে এই জয় ছিল খুবই গুরুত্বপূর্ণ। এ ম্যাচে নতুন কিছু মুখকেও দেখা গেছে। লিভারপুল থেকে আসা ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড এবং নতুন সাইনিং ডিন হাউসেন ও আলভারো ক্যারেরাস রিয়ালের জার্সিতে অভিষেক করেন। যদিও চোটের কারণে তারকা মিডফিল্ডার জুড বেলিংহামকে মাঠে নামানো সম্ভব হয়নি।
খেলাটির প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ আক্রমণের চেষ্টা করলেও গোলের দেখা পায়নি। হাউসেন এবং এদার মিলিতাও বেশ কয়েকটি দূরপাল্লার শট নিলেও ওসাসুনার গোলরক্ষক সার্জিও এররেরা দক্ষতার সাথে তা প্রতিহত করেন। ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে গোলের একটি ভালো সুযোগ নষ্ট করেন এমবাপ্পেও।
তবে ম্যাচের ৫১ মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ওসাসুনার ডিফেন্ডার হুয়ান ক্রুজের ফাউলে এমবাপ্পে ডি-বক্সের মধ্যে পড়ে গেলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ঠাণ্ডা মাথায় নেওয়া সেই শটে গোলরক্ষক এররেরাকে উল্টো দিকে পাঠিয়ে জালে বল জড়ান এমবাপ্পে। এই একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
লা লিগায় ২০০৮ সালের পর থেকে প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদ কখনো হারেনি, এবং এই জয়ে তাদের সেই রেকর্ডও অক্ষুণ্ণ থাকলো। এ ম্যাচের দ্বিতীয় ভাগে আলনসো মাঠে নামান আর্জেন্টিনার তরুণ ফুটবলার ফ্রাঙ্কো মাস্তানতুওনোকে। অভিষেক ম্যাচে তিনি ভালো খেললেও গোলের দেখা পাননি।
ওসাসুনাও কিছুটা পাল্টা আক্রমণ করার চেষ্টা করে। তাদের পক্ষে আনতের বুদিমির একটি হেড বাইরে চলে যায়। ম্যাচের শেষ দিকে অ্যাবেল ব্রেতোনেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, যা ওসাসুনার জন্য পরিস্থিতি আরও কঠিন করে তোলে।
সব মিলিয়ে, আলনসোর অধীনে রিয়াল মাদ্রিদের নতুন অধ্যায়ের সূচনা হলো জয় দিয়ে, যা তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।