বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

বাংলাদেশে ভারতীয় নাগরিক ‘পুশইন’, ৬ জন আটক

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২১, ২০২৫, ০৮:৫২ পিএম

বাংলাদেশে ভারতীয় নাগরিক ‘পুশইন’, ৬ জন আটক

ছবি- সংগৃহীত

কুড়িগ্রাম সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে (পুশইন) দেওয়া ৬ জন ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার আলীনগর ভূতপুকুর এলাকা থেকে তাদের আটক করে। আটক ব্যক্তিরা নিজেদের জন্মসূত্রে ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা বলে দাবি করেছেন।

আটক ব্যক্তিরা পুলিশকে জানান যে তারা দিল্লিতে ইটভাটায় কাজ করতেন। গত ২০ জুন ভারতীয় পুলিশ তাদের জোরপূর্বক গ্রেফতার করে এবং ২৬ জুন কুড়িগ্রাম সীমান্ত দিয়ে 'বাংলাদেশি' হিসেবে দেখিয়ে বাংলাদেশে পুশইন করে। প্রথমে তাদের বিমানযোগে হরিয়ানা থেকে আসামে আনা হয়, এরপর সড়কপথে কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকায় নিয়ে যাওয়া হয়। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের গভীর জঙ্গলে ছেড়ে দেয়। সেখান থেকে তারা নদী ও জঙ্গল পেরিয়ে কুড়িগ্রামে পৌঁছান এবং সর্বশেষ চাঁপাইনবাবগঞ্জে এসে একটি বাড়ি ভাড়া করে বসবাস করছিলেন।

আটক ব্যক্তিরা সাংবাদিকদের কাছে নিজেদের আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ডসহ নাগরিকত্বের অন্যান্য প্রমাণ দেখানোর পরও ভারতীয় পুলিশ তাদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেন। তাদের পরিবার ইতোমধ্যে কলকাতার একটি আদালতে এই জোরপূর্বক পুশইনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

পুলিশ সুপার রেজাউল করিম জানান, আটককৃতদের বিজিবির মাধ্যমে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে। যদি বৈঠক সফল হয়, তবে তাদের হস্তান্তর করা হবে। অন্যথায় এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।