বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

অভিশপ্ত শৈশব পেরিয়ে নতুন স্বপ্নের পথে মণি ও মুক্তা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২১, ২০২৫, ০৭:১৫ পিএম

অভিশপ্ত শৈশব পেরিয়ে নতুন স্বপ্নের পথে মণি ও মুক্তা

ছবি- সংগৃহীত

একসময় সমাজের চোখে 'অভিশপ্ত' হিসেবে বিবেচিত, দিনাজপুরের সেই মণি ও মুক্তা আজ ১৭ বছরে পা দিয়েছে। দেশে প্রথম সফল অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগানো শিশুর সফল পৃথকীকরণের ইতিহাস হয়ে ওঠা এই দুই বোন এখন চিকিৎসক হয়ে মানুষের সেবা করার স্বপ্ন দেখে। শুক্রবার (২২ আগস্ট) তাদের জন্মদিনে তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।

 ২০০৯ সালের ২২ আগস্ট দিনাজপুরের পার্বতীপুরের ল্যাম্ব হাসপাতালে জন্ম নেয় মণি ও মুক্তা। তারা একে অপরের পেট জোড়া লাগানো অবস্থায় ছিল। তখন অনেকেই বলেছিল, এই শিশুদের আলাদা করার মতো চিকিৎসা বাংলাদেশে নেই। কিন্তু তাদের বাবা জয় প্রকাশ পাল ও মা কৃষ্ণা রাণী পাল হাল ছাড়েননি। অবশেষে ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার শিশু হাসপাতালে ডা. এআর খানের নেতৃত্বে এক জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তাদের সফলভাবে আলাদা করা হয়। এই সফল অস্ত্রোপচার বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে।

: বর্তমানে মণি ও মুক্তা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের পালপাড়া গ্রামে বেড়ে উঠছে। তারা দুজনেই স্থানীয় ঝাড়বাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী। প্রতিদিন প্রায় ৩ কিলোমিটার পথ বাইসাইকেলে করে স্কুলে যায়। পড়াশোনার পাশাপাশি তারা নাচ, গান ও ছবি আঁকাতে সমান পারদর্শী। তাদের এই প্রতিভা গ্রামের মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে।

মণি ও মুক্তা দুজনই চিকিৎসক হতে চায়। তারা মনে করে, দেশবাসীর দোয়া ও সহযোগিতা পেলে তাদের এই স্বপ্ন পূরণ সম্ভব হবে। তাদের মা কৃষ্ণা রাণী পাল জানান, জন্মের পর সমাজের নানা কুসংস্কার তাদের একঘরে করে দিয়েছিল। কিন্তু আজ তারা সমাজের জন্য অনুপ্রেরণার উৎস। মণি ও মুক্তার জীবন প্রমাণ করে যে, প্রতিবন্ধকতা যতই বড় হোক না কেন, স্বপ্ন আর কঠোর পরিশ্রম থাকলে এগিয়ে যাওয়ার পথ সবসময় খোলা থাকে।