মো:ফাহিম সরকার
আগস্ট ২১, ২০২৫, ০৭:৪৬ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের বিরামপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচিত কর্মীদের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ আগস্ট) সকালে উপজেলা শহরের থানা রোডের বিরামপুর কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা জামায়াতের আমীর মো. হাফিজুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মো. মমতাজ উদ্দীন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা শাখার সাবেক আমীর মো. আনোয়ারুল ইসলাম, যিনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-০৬ আসনে দলের মনোনীত প্রার্থী। সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, জেলা বায়তুলমাল সেক্রেটারি অধ্যাপক আ.স.ম. ইব্রাহিম এবং জেলা ইউনিট সদস্য উপাধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম।
সমাবেশে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করা এবং কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।