আগস্ট ২১, ২০২৫, ০৭:১০ পিএম
দিনাজপুরে স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে পরিবেশবান্ধব উদ্ভাবন নিয়ে এক আঞ্চলিক প্রচারণা ও সেমিনার আয়োজন করেছে দিনাজপুর পৌরসভা। সোমবার (১৮ আগস্ট) দিনাজপুর সদর উপজেলা মিলনায়তনে এই আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ মাহবুব (অতিরিক্ত সচিব)।
এই আয়োজনের অংশ হিসেবে দিনাজপুর জেলার ৯টি পৌরসভার ৬০ জন কর্মকর্তা এবং ব্যবসায়ীদের জন্য তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালারও উদ্বোধন করা হয়। এই উদ্যোগটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ ও সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ। এতে অর্থায়ন করেছে সুইজারল্যান্ড ও বাংলাদেশ সরকার, যা প্রবৃদ্ধি প্রকল্পের আওতায় পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে দিনাজপুর পৌরসভার ধানের তুষের ছাই দিয়ে পরিবেশবান্ধব ইট উৎপাদন, চালকলের বর্জ্য থেকে টেকসই সমাধান এবং স্থানীয় উদ্যোক্তাদের সাফল্যের গল্প তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের প্রক্রিয়া এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের বিষয়ে ধারণা লাভ করেন।
প্রধান অতিথি শাহ মোহাম্মদ মাহবুব তার বক্তব্যে বলেন, "সরকারের বড় দায়িত্ব হলো এমন একটি সমান সুযোগের প্লাটফর্ম ও অনুকূল পরিবেশ তৈরি করা, যেখানে বেসরকারি খাত তাদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে কাজ করতে পারে। যদি আমরা শিল্পের নামে পরিবেশ ধ্বংস করি, তবে উন্নয়ন কখনোই টেকসই হবে না।"
বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় বলেন, স্থানীয় পর্যায়ে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে 'প্রবৃদ্ধি' প্রকল্পের কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সুইসকন্ট্যাক্ট–প্রবৃদ্ধি প্রকল্পের সিনিয়র অ্যাডভাইজার রোকন উদ্দিন আহমেদ উল্লেখ করেন, এই উদ্যোগগুলো ভবিষ্যতে অন্য পৌরসভাগুলোর জন্যও অনুকরণীয় হবে।
ক্যাম্পেইনের অংশ হিসেবে দিনব্যাপী স্থানীয় পণ্য ও বাণিজ্য মেলাও আয়োজন করা হয়, যেখানে নারী উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবা প্রদর্শন করেন। এছাড়া, শিক্ষার্থীরা উদ্যোক্তা সৃষ্টি ও পরিবেশবান্ধব উদ্ভাবন সম্পর্কে জানতে পারেন। মেলায় স্থানীয় প্রায় এক হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন।