আগস্ট ২১, ২০২৫, ০৮:৪২ পিএম
"ভাইয়ের জন্য জীবন দিতে পারি", এমন কথা আমরা অনেক শুনেছি। তবে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হাসিনা বেগম নামে এক বোন নিজের কিডনি দান করে সেই কথার বাস্তব প্রমাণ দিলেন। তিনি তার অসুস্থ ছোট ভাই হাসান বিশ্বাসের জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছেন। বোনের এই ত্যাগ ও ভালোবাসার অনন্য দৃষ্টান্ত সবার কাছে প্রশংসিত হয়েছে।
উপজেলার ধানীসাফা ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত সাবেক নারী ইউপি সদস্য হাসিনা বেগম তার ৩৮ বছর বয়সী ছোট ভাই হাসানের জীবন বাঁচাতে এগিয়ে আসেন। হাসানের দুটি কিডনিই অকেজো হয়ে গিয়েছিল। গত মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার শ্যামলীর সিডনি অ্যান্ড ইউরোলোজি হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম-এর নেতৃত্বে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়। বর্তমানে ভাই ও বোন দুজনেই সুস্থ রয়েছেন।
দুই সন্তানের জননী হাসিনা বেগম বলেন, "ভাইয়ের জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দিতে পেরে আমি খুবই আনন্দিত। ভাই এখন আশঙ্কামুক্ত।" তার স্বামী লিটন বলেন, "ভাইয়ের প্রতি আমার স্ত্রীর এই ভালোবাসা ও ত্যাগ আমাদের সবার জন্য একটি দৃষ্টান্ত।" তিনি আরও জানান, গত সাত মাস আগে হাসানের কিডনির সমস্যা ধরা পড়ে এবং দ্রুত প্রতিস্থাপনের প্রয়োজন ছিল।