বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

ফেব্রুয়ারিতে নির্বাচন, নতুন সরকারে থাকছেন না ইউনূস

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২১, ২০২৫, ০৮:৩৭ পিএম

ফেব্রুয়ারিতে নির্বাচন, নতুন সরকারে থাকছেন না ইউনূস

ছবি- সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একটি নিবন্ধে জানিয়েছেন যে, আগামী ফেব্রুয়ারিতেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও নিশ্চিত করেছেন যে, এই নির্বাচনের পর গঠিত নতুন সরকারের কোনো পদে, নির্বাচিত বা নিযুক্ত কোনো ভূমিকায় তিনি থাকবেন না। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ডেসারেট নিউজে প্রকাশিত একটি নিবন্ধে তিনি এই মন্তব্য করেন।

 নিবন্ধে ড. ইউনূস লিখেছেন, "আমি শুরু থেকেই স্পষ্ট করে দিয়েছি—জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই হবে। এই নির্বাচনের পরবর্তী সরকারে আমি কোনো পদে থাকব না, নির্বাচিত বা নিযুক্ত—কোনো ভূমিকাতেই নয়।" তিনি বলেন, তার তত্ত্বাবধায়ক সরকারের একমাত্র উদ্দেশ্য হলো একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা, যাতে প্রতিটি রাজনৈতিক দল তাদের বক্তব্য জনগণের সামনে তুলে ধরতে পারে।

 ড. ইউনূস তার লেখায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরেছেন। তিনি বলেন, তার দায়িত্ব গ্রহণের সময় রাষ্ট্রযন্ত্র ছিল ভেঙে পড়া, বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় শূন্য এবং অর্থনীতি বিপর্যস্ত ছিল। তিনি পূর্ববর্তী সরকারের সময়কার দুর্নীতি ও বিদেশে অর্থ পাচারের বিষয়েও কথা বলেন। তিনি জানান, তাদের সরকার লুটপাট হওয়া অর্থ পুনরুদ্ধারে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে।

তিনি তরুণ প্রজন্মকে দেশের ভবিষ্যৎ বলে উল্লেখ করেছেন এবং তাদের সৃজনশীলতা ও সাহসের প্রশংসা করেছেন। তিনি বিশ্বাস করেন, তরুণরা 'তিন শূন্য'-এর পৃথিবী গড়তে পারে: শূন্য বেকারত্ব, শূন্য দারিদ্র্য ও শূন্য কার্বন নিঃসরণ। তিনি বলেন, সংবিধান সংশোধনের উদ্যোগের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে বাংলাদেশ আর কখনো স্বৈরতন্ত্রের অন্ধকারে না ডুবে যায়।