আগস্ট ২১, ২০২৫, ০৪:৪৫ পিএম
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। উপদেষ্টা পরিষদ কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে জানান, এই চুক্তিটি প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে। এর ফলে, যারা বাংলাদেশ থেকে কূটনৈতিক বা অফিসিয়াল পাসপোর্ট নিয়ে পাকিস্তানে যাবেন, তাদের আর ভিসা নিতে হবে না। একইভাবে, পাকিস্তানের কূটনীতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরাও ভিসা ছাড়াই বাংলাদেশ ভ্রমণ করতে পারবেন।
প্রেস সচিব আরও বলেন, এটি একটি সাধারণ কূটনৈতিক প্রক্রিয়া এবং বাংলাদেশ এর আগে আরও ৩১টি দেশের সঙ্গে এ ধরনের চুক্তি সম্পন্ন করেছে। তিনি জানান, পাকিস্তান সরকারও এই চুক্তিতে তাদের সম্মতি জানিয়েছে।
উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, উভয় দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য এই ধরনের চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে দুই দেশের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে।