বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

এক্সিম ব্যাংকে ৬১৫ কোটি আত্মসাৎ, নজরুলসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২১, ২০২৫, ০৬:০৪ পিএম

এক্সিম ব্যাংকে ৬১৫ কোটি আত্মসাৎ, নজরুলসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

ছবি- সংগৃহীত

এক্সিম ব্যাংক থেকে বিভিন্ন কৌশলে ৬১৫ কোটি ৭৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এবং নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২০ আগস্ট) দুদকের উপপরিচালক মো. আল-আমিন বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ এই মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে 'ফ্লামিংগো এন্টারপ্রাইজ' নামে একটি অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে কোনো বাস্তব যাচাই বা সহায়ক জামানত ছাড়াই ঋণ বিতরণ করেছেন। তারা ক্ষমতার অপব্যবহার এবং বিশ্বাসভঙ্গের মাধ্যমে অসৎ উদ্দেশ্যে জালিয়াতি করে ব্যাংকটির ৬১৫ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

এই মামলায় নজরুল ইসলাম মজুমদারের দুই সন্তান - নাসা বেসিকস লিমিটেডের সাবেক এমডি ওয়ালিদ ইবনে ইসলাম এবং মিসেস আনিকা ইসলাম-কেও আসামি করা হয়েছে। এছাড়াও, ফ্লামিংগো এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মোশাররফ হোসেন, মদিনা ডেটস অ্যান্ড নাটসের প্রোপ্রাইটর মোজাম্মেল হোসাইন, জান্নাত এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং এনএমসি অ্যাপারেলস লিমিটেডের ডেপুটি এমডি আবুল কালাম ভুঁইয়া সহ এক্সিম ব্যাংকের শীর্ষ ২৪ জন কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

দুদক জানিয়েছে, আসামিরা ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে ঋণ মঞ্জুরিপত্রের শর্ত লঙ্ঘন করে এই বিশাল অঙ্কের অর্থ আত্মসাৎ করেছেন। বর্তমানে এই মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।