বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

পেঁয়াজ আমদানি বন্ধ, হিলিতে বাড়ল দাম

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২১, ২০২৫, ০৭:২৫ পিএম

পেঁয়াজ আমদানি বন্ধ, হিলিতে বাড়ল দাম

ছবি- সংগৃহীত

দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হলেও সম্প্রতি তা হঠাৎ বন্ধ করে দেওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। এই সিদ্ধান্তের কারণে বন্দরের খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৫ থেকে ৭ টাকা পর্যন্ত বেড়েছে, যার ফলে নিম্নআয়ের মানুষরা চরম ভোগান্তিতে পড়েছেন।

 হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের খবর ছড়িয়ে পড়ায় দেশের মোকামগুলোতে দেশি পেঁয়াজের দাম বেড়ে গেছে। এর সঙ্গে আমদানিকৃত পেঁয়াজের পাইকারি দামও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশি পেঁয়াজ কেজিপ্রতি ৭০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, হঠাৎ করে আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বিপুল পরিমাণ পেঁয়াজ ভারতে আটকে পড়েছে। প্রায় ১৫০ ট্রাক পেঁয়াজ এখন ভারতে লোডিং অবস্থায় আছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, সরকার যদি দ্রুত আমদানির অনুমতি না দেয়, তাহলে বন্দরের ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হবেন।

হিলি কাস্টমসের তথ্যমতে, গত বুধবার (২০ আগস্ট) পর্যন্ত ভারতীয় ৯টি ট্রাকে ২৭০ মেট্রিক টন পূর্বের এলসি করা পেঁয়াজ এই স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে। ব্যবসায়ীরা সরকারের কাছে দ্রুত আমদানি পুনরায় চালুর আবেদন জানিয়েছেন।