বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

ভ্যান ছিনতাইয়ে প্রতিবন্ধী লিমন খুন, মূল আসামি গ্রেফতার

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২১, ২০২৫, ০৯:১৮ পিএম

ভ্যান ছিনতাইয়ে প্রতিবন্ধী লিমন খুন, মূল আসামি গ্রেফতার

ছবি- সংগৃহীত

যশোরের অভয়নগরে শারীরিক প্রতিবন্ধী লিমন শেখ (২৬) হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। এই চাঞ্চল্যকর ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধান আসামি বিল্লাল হোসেনসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বিল্লালের ঘরের মেঝেতে পুঁতে রাখা নিহত লিমনের ভ্যানটির বডি, চাকা ও যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অন্যান্যরা হলেন লিটন, আসানুর ও সঞ্জয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে প্রধান আসামি বিল্লাল হোসেন হত্যার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তিনি জানান, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে লিমনকে ভাড়া করে তিনি শংকরপাশা গ্রামের একটি কাঁচা রাস্তায় নিয়ে যান। সেখানে লিমনকে শ্বাসরোধ করে হত্যা করার পর তার লাশ একটি গাছের সঙ্গে গলায় কাপড় দিয়ে বেঁধে রেখে ভ্যানটি ছিনতাই করে নিয়ে যান।

পুলিশের একটি বিশেষ দল সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত সহায়তায় বুধবার (২০ আগস্ট) রাতে বিল্লালকে অভয়নগর উপজেলার নুরবাগ এলাকা থেকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ বিল্লালের ঘরের মেঝেতে পুঁতে রাখা ভ্যানের বডি ও যন্ত্রাংশ উদ্ধার করে। এছাড়া, অভয়নগর ও খুলনার ফুলতলা থানায় পৃথক অভিযান চালিয়ে ভ্যানের বিক্রি করা চারটি ব্যাটারি লিটন, আসানুর ও সঞ্জয় নামে আরও তিনজনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। চোরাই মাল কেনাবেচার অভিযোগে তাদেরও আটক করা হয়।

গত ১১ আগস্ট রাতে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছিলেন লিমন। পরদিন সকালে একটি গাছের সঙ্গে গলায় কাপড় দিয়ে বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।