শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

ঘোড়াঘাটে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

ফাহিম হোসেন রিজু

আগস্ট ২১, ২০২৫, ১১:৪৯ পিএম

ঘোড়াঘাটে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভায় অবস্থিত প্রাণিসম্পদ ও মন্ডল ডেইরি উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমাম উদ্দিন কবির।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৩টায় তিনি প্রকল্প এলাকায় পৌঁছান এবং বিকেল ৫টা পর্যন্ত পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।

পরিদর্শনকালে অতিরিক্ত সচিব প্রকল্পের সার্বিক অগ্রগতি ও উৎপাদন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য ও পশুসম্পদ কর্মকর্তা মো. রবিউল ইসলাম, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হক এবং স্থানীয় মন্ডল ডেইরি ফার্মের মালিক কৌশিক মন্ডল।

পরিদর্শন শেষে বিকেল ৫টা ৫০ মিনিটে অতিরিক্ত সচিব ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।