আগস্ট ২১, ২০২৫, ১০:৪২ পিএম
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে দেশব্যাপী বাস্তবায়িত হচ্ছে ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্প। এই প্রকল্পের আওতায় বিশ্বসাহিত্য কেন্দ্র ২০টি ক্যাটাগরিতে মোট ১৯১টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৩০ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এই নিয়োগের মেয়াদ ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুসারে, বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে:
-
ডেপুটি কো-অর্ডিনেটর (প্রশাসনিক ও আর্থিক): ১টি পদ, বেতন ৬০,০০০ টাকা।
-
লাইব্রেরি ইনচার্জ: ৭৭টি পদ, বেতন ৩০,০০০ টাকা।
-
ড্রাইভার (ভারী ও হালকা যান): মোট ৭৭টি পদ, বেতন ২৪,০০০ ও ২২,০০০ টাকা।
-
অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর (বিভিন্ন বিভাগ): ৭টি পদ, বেতন ৪৫,০০০ টাকা।
-
অ্যাডমিন ও লজিস্টিক অফিসার: ২টি পদ, বেতন ৩০,০০০ টাকা।
আবেদনকারীদের বিশ্বসাহিত্য কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইট (www.hskbd.org) থেকে নির্ধারিত আবেদনপত্র (MS Word ফরম্যাট) ডাউনলোড করতে হবে। আবেদনপত্র পূরণ করে নিজের নামে সেভ করে kendro.hrm@gmail.com ঠিকানায় ই-মেইল করতে হবে। একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ৩০ আগস্ট ২০২৫।