বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

ফিলিস্তিনপন্থিদের লক্ষ্যবস্তু করে এআই ব্যবহার করছে যুক্তরাষ্ট্র

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২১, ২০২৫, ০৯:২৭ পিএম

ফিলিস্তিনপন্থিদের লক্ষ্যবস্তু করে এআই ব্যবহার করছে যুক্তরাষ্ট্র

ছবি- সংগৃহীত

ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভে অংশগ্রহণকারী অভিবাসী এবং অমার্কিন নাগরিকদের ওপর নজরদারি চালাতে যুক্তরাষ্ট্র কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করছে বলে অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বুধবার (২০ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি এ কথা জানিয়েছে।

অ্যামনেস্টি জানিয়েছে, যুক্তরাষ্ট্র এই নজরদারির কাজে 'প্যালানটির' ও 'বাবেল স্ট্রিট' নামে দুটি প্রতিষ্ঠানের এআই টুল ব্যবহার করছে। মানবাধিকার সংস্থাটির মতে, এই সফটওয়্যারগুলো গণনজরদারি এবং জনগণকে মূল্যায়ন করতে সক্ষম, যার মাধ্যমে প্রায়শই অমার্কিন নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়। অ্যামনেস্টির একজন কর্মকর্তা এরিকা গুয়েভারা-রোসাস বলেন, এই এআই প্রযুক্তি ব্যবহারের ফলে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং অভিবাসী ও বিদেশি শিক্ষার্থীদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে।

অ্যামনেস্টির প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই নজরদারি প্রযুক্তি ব্যবহারের ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা বাড়তে পারে। ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র জুড়ে চলা ফিলিস্তিনপন্থি বিক্ষোভকে 'ইহুদি বিরোধী' বলে আখ্যা দিয়েছে এবং এতে অংশ নেওয়া বিদেশি শিক্ষার্থী ও অধ্যাপকদের বহিষ্কারের পদক্ষেপ নিয়েছে। ট্রাম্প এই প্রতিবাদগুলোকে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছেন।

অ্যামনেস্টি প্যালানটির ও বাবেল স্ট্রিটকে অবিলম্বে যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে অভিবাসন বিষয়ে কাজ বন্ধ করার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলছে, যদি তারা প্রমাণ করতে না পারে যে তাদের প্রযুক্তির কারণে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না, তবে তাদের এই পদক্ষেপ নেওয়া উচিত।