বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

সেমিফাইনার সমীকরণ কঠিন, তৃতীয় হারে পিছিয়ে বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২১, ২০২৫, ০৭:৪৩ পিএম

সেমিফাইনার সমীকরণ কঠিন, তৃতীয় হারে পিছিয়ে বাংলাদেশ

ছবি- সংগৃহীত

টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে মেলবোর্ন স্টার্সের কাছে ৩ উইকেটের ব্যবধানে হেরে সেমিফাইনালে ওঠার সমীকরণ জটিল করে তুলেছে বাংলাদেশ 'এ' দল। ৫ ম্যাচের মধ্যে এটি তাদের তৃতীয় হার। কাগজে-কলমে সেমিতে ওঠার সম্ভাবনা থাকলেও বাস্তবিকভাবে তাদের স্বপ্ন প্রায় শেষই বলা যায়। কারণ, নিজেদের শেষ ম্যাচে জিতলেও তাদের তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে।

ডারউইনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ 'এ' দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন সাইফ হাসান। জবাবে ব্যাট করতে নেমে মেলবোর্ন স্টার্সের জোনাথন মারলোর (৬১ রান) দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ১৯.২ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

 বাংলাদেশের ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব স্পষ্ট ছিল। ফর্মে থাকা জিশান আলম (১৩ রান) ও নাঈম শেখ (১৯ রান) রান পাননি। অধিনায়ক নুরুল হাসান সোহান ২৭ বলে ৩৩ রান করলেও রানের গতি বাড়াতে পারেননি। তবে ইয়াসির আলি শেষ দিকে মাত্র ১৭ বলে ২৯ রান করে দলের সংগ্রহকে সম্মানজনক পর্যায়ে নিয়ে যান।

বোলিংয়ে বাংলাদেশ ভালো শুরু করেছিল। একশর আগেই প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নিয়ে তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল। কিন্তু ষষ্ঠ উইকেট জুটিতে জোনাথন মারলো ও ক্রিশ্চিয়ান হোয়ে ৬৫ রানের পার্টনারশিপ গড়ে ম্যাচের গতিপথ পাল্টে দেন। বাংলাদেশের বোলাররা এই জুটি ভাঙতে পারেননি, যা দলের হারের মূল কারণ।