বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণে দক্ষিণ কোরিয়ার তিন ধাপ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২১, ২০২৫, ০৯:২৩ পিএম

উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণে দক্ষিণ কোরিয়ার তিন ধাপ

ছবি- সংগৃহীত

উত্তর কোরিয়াকে তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করতে উৎসাহিত করতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং একটি তিন-ধাপের 'পারমাণবিক নিরস্ত্রীকরণ পরিকল্পনা' গ্রহণ করার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) এনডিটিভি'র এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়েছে।

এই পরিকল্পনার প্রথম ধাপে লি জে মিউং উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থগিত করার চেষ্টা করবেন। এরপর দ্বিতীয় ও তৃতীয় ধাপে তিনি উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি হ্রাস এবং সম্পূর্ণ ধ্বংসের জন্য পদক্ষেপ নেবেন। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে শীর্ষ বৈঠকের আগে ইয়োমিউরি শিমবুনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।

 লি জে মিউং বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দৃঢ় কৌশলগত অংশীদারিত্বের ওপর ভিত্তি করে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার সঙ্গে সক্রিয় আলোচনা ও সংলাপ চালিয়ে যাবে। যদিও উত্তর কোরিয়া এর আগেও লির শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তিনি আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকে বসবেন, যেখানে এই পরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

লি জে মিউং জাপানের সঙ্গে যুদ্ধকালীন জোরপূর্বক শ্রম সংক্রান্ত পূর্বের চুক্তিগুলো মেনে চলার কথাও বলেছেন। পাশাপাশি তিনি চীনকে 'নিকটবর্তী প্রতিবেশী' হিসেবে উল্লেখ করে সম্ভাব্য ক্ষেত্রে সহযোগিতা এবং প্রয়োজনে প্রতিযোগিতা করার কথা বলেছেন।