বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

গাজা ও গোলানে হামলায় ইসরাইলি সেনা হতাহত

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২১, ২০২৫, ১১:০৬ এএম

গাজা ও গোলানে হামলায় ইসরাইলি সেনা হতাহত

ছবি- সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সংঘাতের তীব্রতা আরও বেড়েছে। গাজার পাশাপাশি সিরিয়ার গোলান মালভূমিতেও পৃথক হামলায় ইসরাইলি সেনাবাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য হতাহত হয়েছেন। বুধবার (২০ আগস্ট) প্রকাশিত একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

 হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল-কাসসাম ব্রিগেড দাবি করেছে, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে তাদের যোদ্ধারা পাল্টা হামলায় বেশ কয়েকজন ইসরাইলি সেনাকে হত্যা করেছে। একটি বিবৃতিতে আল-কাসসাম জানিয়েছে, তারা অ্যান্টি-পারসোনেল শেল ব্যবহার করে ইসরাইলি সেনাদের ওপর হামলা চালায়। প্রেস টিভির সূত্রমতে, কাসসাম ব্রিগেডের স্নাইপার হামলায় একটি ইসরাইলি মারকাভা ট্যাংকের চালক নিহত হয়েছেন।

টাইমস অব ইসরাইল এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে, তবে দাবি করেছে যে তাদের বাহিনী আক্রমণটি প্রতিহত করতে সক্ষম হয়েছে। ইসরাইলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, এই হামলায় তিনজন ইসরাইলি সেনা আহত হয়েছে, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর।

অন্যদিকে, সিরিয়ার জাবাল শেখ এলাকায় গোলান মালভূমিতে ইসরাইলি সেনাবাহিনীর একটি অভিযানে এক বিস্ফোরণের ঘটনায় ৭ জন ইসরাইলি সেনা আহত হয়েছেন। ইয়েমেনভিত্তিক আল-মাসিরাহ টিভির ওয়েবসাইট ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, সিরীয় সেনাবাহিনীর ফেলে যাওয়া একটি পুরনো বোমা নিষ্ক্রিয় করার সময় সেটি বিস্ফোরিত হয়। আহত সেনাদের দ্রুত সাফেদের জিভ হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা এই ঘটনার তদন্ত শুরু করেছে।

এই ঘটনাগুলো এমন সময়ে ঘটল, যখন গোলান মালভূমি অঞ্চলে উত্তেজনা অব্যাহত রয়েছে। ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের পর থেকে ইসরাইল এই অঞ্চলটি দখল করে রেখেছে, যদিও সিরিয়া এটিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে।