বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

রেখার সঙ্গে পরকীয়ায় ভাঙে অক্ষয়-রাভিনার প্রেম

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২১, ২০২৫, ১২:৪৫ পিএম

রেখার সঙ্গে পরকীয়ায় ভাঙে অক্ষয়-রাভিনার প্রেম

ছবি- সংগৃহীত

নব্বইয়ের দশকের বলিউড দুনিয়ায় একসময় সবচেয়ে আলোচিত জুটি ছিলেন অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন। রুপালি পর্দার রোমান্স যেমন দর্শকদের মুগ্ধ করত, তেমনি তাদের ব্যক্তিগত জীবনের প্রেমকাহিনিও ছিল টক অব দ্য টাউন। কিন্তু হঠাৎ করেই তাদের এই সম্পর্ক ভেঙে যায়। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, এই বিচ্ছেদের পেছনে মূল কারণ ছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখা।

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, অক্ষয় কুমার ও রাভিনার সম্পর্কে ফাটল ধরেছিল রেখার সঙ্গে অক্ষয়ের ঘনিষ্ঠতার কারণে। রেখার সঙ্গে অক্ষয়ের সম্পর্ক গভীর হওয়ার পরই রাভিনার সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। এমনকি এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে তীব্র কথাকাটাকাটি এবং হাতাহাতি পর্যন্ত হয়েছিল। একটি সিনেমার সেটের মধ্যেই এই ঘটনা ঘটে, যার ফলে রাভিনা রাগে সেট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। এই পরিস্থিতি দেখে পরিচালক ও প্রযোজকদের মধ্যে বেশ অস্বস্তির সৃষ্টি হয়।

অক্ষয়ের এই আচরণে হতাশ হয়ে রাভিনা তার প্রাক্তন প্রেমিক কমল সাধানার কাছে ফিরে গিয়েছিলেন। কমল সাদানা তখন বলেছিলেন যে, রাভিনা তার খুবই ভালো বন্ধু এবং তার দুঃখ তিনিই একমাত্র বুঝতে পারেন। তিনি বলেন, "রাভিনার দুঃখ একমাত্র আমিই বুঝতে পারি। ফলে বারবার ওকে আমার কাছেই ছুটে আসতে হয়।"

এই ঘটনা থেকেই বোঝা যায়, বলিউডের তারকাদের ব্যক্তিগত জীবনেও নানা রকম নাটকীয়তা এবং জটিলতা থাকে। অক্ষয়-রাভিনার এই প্রেমের গল্প শেষ পর্যন্ত এক তিক্ত পরিণতি লাভ করে, যা বলিউডের ইতিহাসে একটি আলোচিত অধ্যায় হয়ে রয়েছে।