বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২১, ২০২৫, ১১:০৯ এএম

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

ছবি- সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলের মতো ফেনীতেও কাঁচামরিচের দাম আকাশচুম্বী। স্থানীয় বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৩০০ টাকা ছাড়িয়ে গেছে। খুচরা বিক্রেতারা এমনকি ৩৫০ টাকা দরেও বিক্রি করছেন। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

 গত এক মাস আগেও ফেনীর বাজারে কাঁচামরিচের দাম ছিল প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, মূলত অতিবৃষ্টি এবং সম্প্রতি জেলায় বন্যার কারণে কাঁচামরিচের সরবরাহ কমে গেছে। এতে ফসল নষ্ট হওয়ায় বাজারে সংকট তৈরি হয়েছে। ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী উপজেলায় সরেজমিনে দেখা গেছে, পাইকারি বাজার থেকেই ৩০০ থেকে ৩২০ টাকা দরে কাঁচামরিচ কিনে খুচরা বাজারে চড়া দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা।

শুধু কাঁচামরিচ নয়, অন্যান্য সবজির দামও তুলনামূলকভাবে অনেক বেড়েছে। ছাগলনাইয়া বাজারের বিক্রেতারা জানান, বর্তমানে সব ধরনের সবজির দাম প্রতি কেজি ৮০ টাকার উপরে। এতে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষরা বিপাকে পড়েছেন।

ছাগলনাইয়া পৌর শহরে বাজার করতে আসা শেখ কামাল বলেন, "শুধু কাঁচা পেঁপে ছাড়া প্রতিটা কাঁচা সবজির দাম আকাশছোঁয়া। এমনিতেই ফেনী বন্যাকবলিত এলাকা, তার মধ্যে কাঁচাবাজার হতে শুরু করে মুদি মালও দাম ঊর্ধ্বমুখী। এক কথায় সাধারণ জনগণ দিশেহারা।"

বন্যা এবং বৃষ্টির কারণে কৃষকরা এবার কাঁচামরিচসহ সবজির ভালো ফলন ফলাতে পারেননি, যা এই ঘাটতির অন্যতম প্রধান কারণ। এছাড়া আড়তদার ও পাইকারি বিক্রেতারাও বাড়তি দাম নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।