আগস্ট ২০, ২০২৫, ১০:১০ পিএম
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একটি হাওড়ের বিল থেকে নুরুজ্জামান (৩৫) নামে এক সিএনজিচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার আদমপুর-দুল্লী সড়কের পাশে একটি মরা বিলের পানিতে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
নিহত নুরুজ্জামান কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচহার গ্রামের বাসিন্দা মগল চান মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, লাশের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার সিএনজিটিও লাশের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তাকে মঙ্গলবার রাতে বা বুধবার ভোরের কোনো এক সময় হত্যা করা হয়েছে।
নিহতের চাচা মুকুল মিয়া লাশ শনাক্ত করে জানান, নুরুজ্জামান তার পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। তার মৃত্যুতে তার অসুস্থ মা, স্ত্রী এবং সন্তানদের ভবিষ্যৎ নিয়ে পরিবার দুশ্চিন্তায় রয়েছে। তিনি অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
ঘটনার খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে এবং এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।