বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

বিয়ের আগে হবু স্বামীর সঙ্গে কথা বলা কি জায়েজ?

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২১, ২০২৫, ০৩:৪০ পিএম

বিয়ের আগে হবু স্বামীর সঙ্গে কথা বলা কি জায়েজ?

ছবি- সংগৃহীত

বিয়ে প্রতিটি মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ইসলামে বিয়েকে একটি পবিত্র ইবাদত হিসেবে গণ্য করা হয়। কিন্তু বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর মধ্যে কথোপকথন শরিয়তের দৃষ্টিতে কতটা বৈধ, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে। এ বিষয়ে ইসলাম কী নির্দেশনা দেয়, তা কোরআন ও হাদিসের আলোকে তুলে ধরা হলো।

মাদরাসাতুত তাকওয়া ঢাকা'র মুফতি শায়খ ইবনুল কালাম-এর মতে, কোনো নারীর জন্য গায়রে মাহরাম (যাদের সাথে বিবাহ বৈধ) পুরুষের সঙ্গে অপ্রয়োজনীয় কথা বলা বৈধ নয়। যেহেতু বিয়ের সম্পন্ন হওয়ার আগে হবু স্বামী-স্ত্রী পরস্পর গায়রে মাহরামই থাকেন, সেহেতু তাদের মধ্যে অহেতুক কথাবার্তা বৈধ নয়।

তবে হ্যাঁ, বিয়ের আগে পাত্র-পাত্রী সম্পর্কে জরুরি কিছু বিষয় জানার প্রয়োজন হতে পারে। এমন প্রয়োজনীয় বিষয়গুলো জানার জন্য উভয়পক্ষ অত্যন্ত ভাবগাম্ভীর্য বজায় রেখে কথা বলতে পারে। এই ধরনের কথোপকথনে কোনো ধরনের কোমলতা বা অনর্থক আলাপ করা যাবে না।

অনেক যুবক-যুবতী ঠিক সময়ে বিয়ে না হওয়ায় মনোকষ্টে ভোগেন। এমন পরিস্থিতিতে দ্রুত বিয়ের জন্য কোরআন ও হাদিসে কিছু আমলের কথা বলা হয়েছে।

১. সালাতুল হাজত নামাজ: বেশি বেশি সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। ২. বিশেষ দোয়া: প্রত্যেক নামাজের পর এবং যেকোনো সময়ে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে বর্ণিত এই দোয়াটি বেশি বেশি পাঠ করা যেতে পারে:

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا উচ্চারণ: রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আ’ইউন, ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ: হে আমাদের রব, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান-সন্ততি দান করুন, যারা আমাদের চোখ শীতলকারী হবে। আমাদের আল্লাহভীরুদের জন্য আদর্শ করুন।

৩. আল্লাহর গুণবাচক নাম: কিছু আলেম বলেন, যাদের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, তারা ফজরের নামাজের পর সূর্যোদয়ের আগে ডান হাত দিয়ে বাম হাতের কব্জি চেপে ধরে ৪০ দিন পর্যন্ত ৪০ বার আল্লাহর গুণবাচক নাম 'ইয়া ফাত্তাহু' (يا فتّاح) পাঠ করলে দ্রুত বিয়ে হয়। ৪. কোরআনের আয়াত ও সূরা: দ্রুত বিয়ের জন্য সূরা তাওবার ১২৯ নম্বর আয়াত, সূরা কাসাসের ২৪ নম্বর আয়াত এবং সূরা ইয়াসিন ও সূরা দোহা নিয়মিত পাঠ করার আমলের কথা বলা হয়েছে।

এই আমলগুলো আল্লাহ তাআলার ওপর পূর্ণ আস্থা ও ভরসা রেখে করতে হবে। আল্লাহ তাআলা চাইলে এর মাধ্যমে দ্রুত বিয়ের ব্যবস্থা করে দিতে পারেন।