বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র প্যানেল: ভিপি প্রার্থী উমামা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২১, ২০২৫, ০৫:১১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র প্যানেল: ভিপি প্রার্থী উমামা

ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তারিখ ঘোষণার পর এবার শুরু হয়েছে প্যানেল ঘোষণা। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমার নেতৃত্বে একটি স্বতন্ত্র প্যানেল ঘোষণা করা হয়েছে। 'স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল' নামে পরিচিত এই প্যানেলে উমামা নিজেই ভিপি (ভাইস প্রেসিডেন্ট) পদে লড়ছেন।

 উমামার প্যানেলে জিএস (সাধারণ সম্পাদক) পদে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদি ভূইয়া। এছাড়া, এজিএস (সহকারী সাধারণ সম্পাদক) পদে লড়বেন জায়েদ আহমেদ। এই স্বতন্ত্র প্যানেলটি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও অধিকার নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের জন্য মোট ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ৬৫৮টি ফরম বিক্রি হলেও ১৪৯টি জমা পড়েনি। অন্যদিকে, হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে মোট ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। এই প্যানেলগুলোর মধ্য থেকে যোগ্য প্রার্থীদের বাছাই করে ২৬ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।