বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

প্রেমের দ্বন্দ্বে বন্ধুর হাতে বন্ধু খুন, মূল আসামি গ্রেফতার

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২১, ২০২৫, ০৭:০২ পিএম

প্রেমের দ্বন্দ্বে বন্ধুর হাতে বন্ধু খুন, মূল আসামি গ্রেফতার

ছবি- সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন ৫৬ নম্বর ওয়ার্ডের ব্যাটারিঘাট এলাকায় প্রেমের দ্বন্দ্বে মো. সাব্বিরকে খুন করার ঘটনায় পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি রাব্বিকে (২০) গ্রেফতার করেছে। বুধবার (২০ আগস্ট) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত রশিও উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে ব্যাটারিঘাট এলাকার একটি ডাস্টবিনের পাশ থেকে সাব্বিরের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রাব্বি এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত। পরবর্তীতে প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর রাব্বি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সে জানায়, পূর্বপরিকল্পিতভাবে সে তার বন্ধু সাব্বিরকে হত্যা করে এবং লাশ ময়লার স্তূপে ফেলে দেয়।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম যুগান্তরকে জানান, এই হত্যাকাণ্ডের পেছনে মূল কারণ হলো প্রেমঘটিত দ্বন্দ্ব। রাব্বি এবং সাব্বির দুইজনই ময়লা কর্মী ছিলেন এবং তারা একসাথে ময়লার ডিপোতে ঘুমাতেন। ওসি জানান, প্রায় ৬-৭ মাস আগে রাব্বি এক ময়লাকর্মীকে ভালোবাসার প্রস্তাব দেয়, কিন্তু মেয়েটি তাকে প্রত্যাখ্যান করে। কিছুদিন পর সাব্বির সেই একই মেয়েকে প্রস্তাব দিলে সে তা গ্রহণ করে। এ নিয়েই দুই বন্ধুর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। প্রায় ২০-২২ দিন আগে দুজনের মধ্যে মারামারিও হয়। এর জেরেই রাব্বি ঘুমন্ত অবস্থায় সাব্বিরকে রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

ওসি আমিরুল ইসলাম বলেন, পুলিশের দ্রুত তৎপরতার কারণে এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করা সম্ভব হয়েছে।