বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

নোরা ফাতেহির মতো হতে স্ত্রীকে না খাইয়ে ব্যায়াম করাতেন স্বামী

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২১, ২০২৫, ০৫:২৪ পিএম

নোরা ফাতেহির মতো হতে স্ত্রীকে না খাইয়ে ব্যায়াম করাতেন স্বামী

ছবি- সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে এক ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রীকে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। শিবম উজ্জ্বল নামে ওই ব্যক্তি তার স্ত্রীকে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মতো ফিটনেস অর্জনের জন্য জোর করে না খাইয়ে ব্যায়াম করাতেন। এই ঘটনায় নির্যাতিতা স্ত্রী শানু ওরফে শানভি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এনডিটিভির প্রতিবেদন অনুসারে, শিবম উজ্জ্বল একজন শারীরিক শিক্ষা শিক্ষক এবং তিনি ইন্টারনেটে নারীদের অনুপযুক্ত ভিডিও দেখতেন। বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির ফিটনেসের প্রতি তিনি বিশেষ আকর্ষণ অনুভব করতেন। কিন্তু তার স্ত্রী শানুর ফিটনেস নোরার মতো না হওয়ায় তিনি হতাশ হয়ে পড়েন। এই হতাশা থেকে তিনি স্ত্রীকে জোর করে প্রতিদিন তিন ঘণ্টা ব্যায়াম করাতেন। অভিযোগ উঠেছে, শানু কোনোদিন ব্যায়াম না করলে তাকে খাবার খেতে দেওয়া হতো না।

সবচেয়ে অবাক করার বিষয় হলো, শিবমের এই কর্মকাণ্ডে তার পরিবারের সদস্যরাও সমর্থন দিতেন। শানু অভিযোগ করেন, শ্বশুরবাড়ির লোকজন তাকে ঠিকমতো ব্যায়াম করতে বাধ্য করতেন এবং তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। শানু বলেন, "আমার গড়পড়তা উচ্চতা এবং ফর্সা গায়ের রং থাকা সত্ত্বেও শিবম আমাকে কুৎসিত বলে অপমান করতেন।"

শানু গর্ভবতী হলে স্বামী ও তার পরিবার তা মেনে নেয়নি। গর্ভাবস্থাতেও তার ওপর অত্যাচার চালানো হয়, যার ফলে তার গর্ভপাত হয়। এই গর্ভপাতের দায়ও শানুর উপর চাপিয়ে দেওয়া হয়। অবশেষে গত ১৪ আগস্ট শানু মানসিক, শারীরিক ও আবেগজনিত নির্যাতন, যৌতুক দাবি, জোরপূর্বক গর্ভপাত, ব্ল্যাকমেল এবং তালাকের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বর্তমানে তিনি তার বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন।

পুলিশ এই অভিযোগের তদন্ত শুরু করেছে এবং ঘটনার সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।