আগস্ট ২১, ২০২৫, ০৫:৫৭ পিএম
পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য তালেবান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলে চীন ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ত্রিপক্ষীয় বৈঠকে তিনি এই আহ্বান জানান।
ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ককে স্বাগত জানালেও সন্ত্রাস দমনে তালেবান সরকারের সহযোগিতা যথেষ্ট নয়। ইসহাক দার আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, কাবুলকে অবশ্যই এ বিষয়ে সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য পদক্ষেপ নিতে হবে। আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি অবশ্য প্রতিশ্রুতি দিয়েছেন যে আফগান মাটি অন্য কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হতে দেওয়া হবে না। তবে পাকিস্তানের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে তালেবান সরকারের ওপর তাদের হতাশা ক্রমশ বাড়ছে।
কাবুলে এই ত্রিপক্ষীয় বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-ও যোগ দেন। তালেবান ক্ষমতা দখলের পর এটিই ওয়াং ই-এর প্রথম আফগানিস্তান সফর। ওয়াং ই আফগান সরকারকে চীনের নিরাপত্তা উদ্বেগের প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানান। তিন দেশই আঞ্চলিক সংযোগ বাড়ানো এবং বাণিজ্য ও ট্রানজিটের বাধা দূর করতে যৌথ প্রচেষ্টার প্রতিশ্রুতি দিয়েছে। ইসহাক দার এবং ওয়াং ই উভয়েই দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক গতিপথে সন্তুষ্টি প্রকাশ করেছেন।