বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

ইউক্রেনে রুশ হামলা, এক রাতে ৬০০’র বেশি ড্রোন-মিসাইল

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২১, ২০২৫, ০৬:১৪ পিএম

ইউক্রেনে রুশ হামলা, এক রাতে ৬০০’র বেশি ড্রোন-মিসাইল

ছবি- সংগৃহীত

রাশিয়া ইউক্রেনের দিকে এক রাতে ৬০০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে সবচেয়ে বড় হামলা বলে দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, মোট ৬১৪টি ড্রোন ও মিসাইলের মধ্যে ৫৭৭টি ভূপাতিত করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) এ খবর দিয়েছে বিবিসি।

এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পশ্চিমাঞ্চলীয় লভিভ শহরে এক ড্রোন ও মিসাইল হামলায় একজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। ২০টিরও বেশি বেসামরিক ভবন, যার মধ্যে আবাসিক ঘর ও একটি শিশু বিদ্যালয় রয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ট্রান্সকারপাথিয়ায় একটি মার্কিন ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানে ক্রুজ মিসাইল হামলায় ১৫ জন আহত হয়েছেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এই হামলাকে ‘গুরুতর ক্ষতি’ হিসেবে উল্লেখ করে যুদ্ধ বন্ধের জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়া হাইপারসনিক, ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ব্যবহার করেছে। বেশিরভাগ হামলা পশ্চিম রাশিয়া ও কৃষ্ণসাগর এলাকা থেকে হয়েছে, এবং কিছু ক্ষেপণাস্ত্র রাশিয়া-অধিকৃত ক্রিমিয়া থেকে ছোঁড়া হয়েছে।

এই হামলার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি-এর সঙ্গে বৈঠক করেছেন। জেলেনস্কি পুতিনের সঙ্গে 'নিরপেক্ষ ইউরোপে' বৈঠকে বসতে প্রস্তুত বলে জানিয়েছেন।