আগস্ট ২২, ২০২৫, ০৬:৩৮ পিএম
পৃথিবীর অন্যতম দ্রুত এবং শক্তিশালী প্রাণী চিতা, কিন্তু সম্প্রতি ভারতের মহারাষ্ট্রে একটি রাস্তার কুকুরের সঙ্গে লড়াইয়ে হেরেছে সে। এই অসম যুদ্ধের একটি রোমহর্ষক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মহারাষ্ট্রের নাসিক শহরে গত সপ্তাহে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি চিতাবাঘ একটি কুকুরের ওপর আক্রমণ করতে উদ্যত হয়। কিন্তু কুকুরটি পালটা প্রতিরোধ গড়ে তোলে এবং চিতাকে কামড়ে ধরে প্রায় ৩০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। তীব্র লড়াইয়ের এক পর্যায়ে চিতাটি নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হয় এবং আহত অবস্থায় পালিয়ে যায়।
কুকুরটি এই লড়াইয়ে বেঁচে গেলেও গুরুতর আহত হতে পারতো। তবে স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, চিতার আক্রমণে কোনো মানুষ হতাহত হননি।
যেহেতু এই এলাকায় চিতাবাঘ দেখা গেছে, স্থানীয় প্রশাসন সাধারণ মানুষ এবং তাদের পোষা প্রাণীদের সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে। আহত চিতাটির চিকিৎসার প্রয়োজন আছে কিনা তা নিশ্চিত করা হয়নি, তবে এটি পাশের একটি মাঠে পালিয়ে গেছে।