শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

কলকাতায় ৩ দিনের দুর্যোগ সতর্কতা, ভারি বৃষ্টির পূর্বাভাস

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২২, ২০২৫, ১০:২৭ এএম

কলকাতায় ৩ দিনের দুর্যোগ সতর্কতা, ভারি বৃষ্টির পূর্বাভাস

ছবি- সংগৃহীত

ভারতের কলকাতা শহরে আগামী তিন দিনের জন্য দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকে শুরু করে তিন দিন পর্যন্ত ভারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এই সময়ে সবাইকে আবহাওয়া অফিসের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

 আলিপুর আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার (২১ আগস্ট) জানিয়েছে, আগামী তিন দিন কলকাতায় বজ্রপাতও বাড়বে। এছাড়া, শহরের পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবার এই জেলাগুলোর পাশাপাশি ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সময়ে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।

বুধবার (২০ আগস্ট) রাতে কলকাতা শহরে বৃষ্টি ও বজ্রপাত হয় এবং বৃহস্পতিবার সকাল থেকে আকাশ মেঘলা ছিল। এদিনও ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী মঙ্গলবারের আগে আবহাওয়ার উন্নতির কোনো সম্ভাবনা নেই।