শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

গাজায় নিহতদের ৮৩ শতাংশই বেসামরিক: ইসরাইলি নথি

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২২, ২০২৫, ১০:০১ এএম

গাজায় নিহতদের ৮৩ শতাংশই বেসামরিক: ইসরাইলি নথি

ছবি- সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহতদের মধ্যে ৮৩ শতাংশই বেসামরিক নাগরিক। ইসরাইলি সেনাবাহিনীর নিজস্ব গোয়েন্দা নথির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এমন ভয়াবহ তথ্য প্রকাশ করেছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালের ১৯ মে পর্যন্ত ইসরাইলি গোয়েন্দারা যে তথ্য নথিভুক্ত করেছে, তাতে হামাস ও ইসলামিক জিহাদের ৮ হাজার ৯০০ যোদ্ধা 'নিহত' অথবা 'খুব সম্ভবত নিহত' বলে উল্লেখ করা হয়েছে। ওই একই সময়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় উপত্যকাটিতে মোট ৫৩ হাজার মানুষ নিহত হওয়ার তথ্য জানিয়েছিল। এই দুই পরিসংখ্যান তুলনা করলে দেখা যায়, মোট নিহতদের মাত্র ১৭ শতাংশ যোদ্ধা, আর বাকি ৮৩ শতাংশই সাধারণ বেসামরিক মানুষ।

 গণহত্যা বিশেষজ্ঞ, আইনজীবী ও মানবাধিকার কর্মীরা বলছেন, গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে। এমনকি সিরিয়া ও সুদানের গৃহযুদ্ধে নিহত বেসামরিক মানুষের সংখ্যার তুলনায়ও গাজায় সাধারণ মানুষের মৃত্যুর হার বেশি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলোও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

 দ্য গার্ডিয়ান এই বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করলে তারা তাদের নিজস্ব ডাটাবেজের তথ্য অস্বীকার করেছে। একজন মুখপাত্র বলেছেন যে, "প্রবন্ধে উপস্থাপিত পরিসংখ্যানগুলো ভুল", তবে কোন সংখ্যাগুলো ভুল তা স্পষ্ট করেননি।