আগস্ট ২২, ২০২৫, ১১:০৪ এএম
টানা ভারী বৃষ্টিতে ভারতের বিভিন্ন রাজ্যে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশটির আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আগামী কয়েক দিন ধরে দেশের অধিকাংশ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এতে স্থানীয় জনসাধারণ ও সরকারি সংস্থাগুলোকে ব্যাপক ভোগান্তির শিকার হতে হচ্ছে।
আইএমডি-এর পূর্বাভাস অনুযায়ী, বিশেষ করে পশ্চিমাঞ্চলীয় রাজ্য যেমন কোঙ্কণ, গোয়া এবং গুজরাটে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দক্ষিণ ভারতের কেরালা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতেও আগামী দিনগুলোতে প্রবল বৃষ্টিপাত হতে পারে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্বের সাত রাজ্যেও টানা বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ভারতের জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশেও আগামী চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
টানা বৃষ্টিতে সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে মহারাষ্ট্রে। বিশেষ করে মুম্বাই শহর ও এর আশপাশের জেলাগুলোতে জলজট সৃষ্টি হয়েছে। এ পর্যন্ত প্রায় ৪,৬০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবিলা দল (এনডিআরএফ ও এসডিআরএফ) মোতায়েন করা হয়েছে।