শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

গাজায় মানবিক ব্যর্থতা, এখনই পদক্ষেপের আহ্বান

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২২, ২০২৫, ০৬:২৫ পিএম

গাজায় মানবিক ব্যর্থতা, এখনই পদক্ষেপের আহ্বান

ছবি- সংগৃহীত

গাজায় চলমান ভয়াবহ দুর্ভিক্ষকে 'মানুষের তৈরি এক ভয়ঙ্কর বিপর্যয়' বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সম্প্রতি প্রকাশিত আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশনের (আইপিসি) প্রতিবেদনের পর তিনি এই মন্তব্য করেন। গুতেরেস অবিলম্বে যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং মানবিক সহায়তার নির্বিঘ্ন প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

আইপিসির প্রতিবেদন অনুযায়ী গাজায় দুর্ভিক্ষ শুরু হয়েছে। এই পরিপ্রেক্ষিতে গুতেরেস বলেন, "যখন মনে হচ্ছিল গাজার ভয়াবহ পরিস্থিতি বোঝাতে আর কোনো শব্দ অবশিষ্ট নেই, তখন নতুন একটি শব্দ যোগ হলো—দুর্ভিক্ষ।" তিনি এটিকে নৈতিকতার চরম ব্যর্থতা এবং মানবতার প্রতি অবমাননা বলে অভিহিত করেন।

গুতেরেস বিশেষভাবে ইসরায়েলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলের দায়িত্ব হলো গাজার সাধারণ মানুষের জন্য খাদ্য ও চিকিৎসা সরবরাহ নিশ্চিত করা। কিন্তু বাস্তবে তা হয়নি।

জাতিসংঘ মহাসচিব বলেন, "আমরা আর এই পরিস্থিতিকে দায়মুক্তির সঙ্গে চলতে দিতে পারি না। আর কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। পদক্ষেপ নেওয়ার সময় আগামীকাল নয়—এখনই।" তিনি অবিলম্বে তিনটি বিষয় নিশ্চিত করার আহ্বান জানান: ১. যুদ্ধবিরতি কার্যকর করা। ২. গাজায় আটক সব জিম্মিকে মুক্তি দেওয়া। ৩. মানবিক সহায়তার পূর্ণ ও বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিত করা।